ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ১৮৯ জন মাদক বিক্রেতার স্বেচ্ছায় আত্মসমর্পণ

প্রকাশিত: ০০:৪৯, ৯ নভেম্বর ২০১৭

জামালপুরে ১৮৯ জন মাদক বিক্রেতার স্বেচ্ছায় আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান বিপিএম বলেছেন, মাদক ব্যবসাকে লাভজনক বলা যাবে না। মাদকব্যবসা হলো বড়মাপের লোভজনক অপরাধ। এই লোভজনক অপরাধ ছেড়ে যারা সুস্থ জীবনের মূলধারায় ফিরে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। লোভ থেকে ফিরিয়ে এনে তাদেরকে যদিও অন্যকাজে যুক্ত করা খুবই চ্যালেঞ্জ। তাই তাদের জীবনমান উন্নয়নে শুধু পুলিশই নয়, সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তিনি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলার ১৮৯ জন মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন পিপিএম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সিভিল সার্জন চিকিৎসক মো: মোশায়ের উল ইসলাম, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, এফবিসিসিআইয়ের পরিচালক মো: রেজাউল করিম রেজনু, জেলা যুবমহিলালীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জি এস এম মিজানুর রহমান।
×