ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে ॥ রেজাউল করিম

প্রকাশিত: ০২:৪৬, ৭ নভেম্বর ২০১৭

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে ॥ রেজাউল করিম

নিজস্ব সংবাদদাতা বাগেরহাট ॥ ‘আদালতে স্বাক্ষী-প্রমানে শাস্তি নিশ্চিত বুঝতে পেরে খালেদা জিয়া ও তার দোসরা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার এবং দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে। বিমানের একজন পাইলটকে দিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সড়ক পথে কক্সবাজারে যাওয়ার নামে সাংবাদিকদের গাড়ি বহরে হামলা চালিয়েছিল। লন্ডনে বসে খালেদা জিয়া ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার নীলনক্সা করেছে। জামায়াত-বিএনপি আবার বাঁকা পথে ক্ষমতায় আসতে সবরকম চেষ্টা চালাচ্ছে।” বাগেরহাটে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট স.ম রেজাউল করিম একথা বলেন। “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিকামী মানুষের প্রেরণার বাণী” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামীলীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আ’লীগ নেতা শিব প্রসাদ ঘোষ, ব্যারিস্টার শেখ ওবায়েদুর রহমান, এ্যাড: হেমায়েত উদ্দিন, মীর ফজলে সাঈদ ডাবলু, এ্যাড: আলী আকবর প্রমুখ। বিশেষ আলোচক ছিলেন, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও আহাদ উদ্দিন হায়দার। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো ‘মোমোরিজ অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’-এ অন্তর্ভূক্ত হওয়ার প্রেক্ষিতে এ সভা আহব্বান করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় স.ম রেজাউল করিম আরও বলেন, মাত্র ১৮ মিনিটের অলিখিত বক্তৃতায় বাঙ্গালী জাতির ঐতিহ্য, বঞ্চনা, নিপীড়ন, সংগ্রাম, করনীয় এবং স্বাধীনতার ডাক দিয়ে একটি জাতিকে বঙ্গবন্ধু মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেছিলেন। হাজার বছরের শ্রেষ্ট সেই মহানায়ককে ইতিহাসের নিষ্টুরতম ভাবে সপরিবারে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় ২১’আগস্টের গ্রেনেড হামলায় রাজপথ রক্তাক্ত করা হয়। তবুও অকুতভয় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দিনরাত নিরলস পরিশ্রম করছেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিসহ সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। গোটা বিশ্ব আজ শেখ হাসিনার প্রশংসা করছে। তাই ’৭১-এর পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। এই অপশক্তির বিরুদ্ধে তিনি আওয়ামীলীগসহ স্বাধীনতার সপক্ষের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে আহব্বান জানান।
×