ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় নদী তীর দখল করে বহুতল মার্কেট নির্মাণ

প্রকাশিত: ২১:৪৭, ৬ নভেম্বর ২০১৭

কলাপাড়ায় নদী তীর দখল করে বহুতল মার্কেট নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় চাকামইয়া-নিশানবাড়িয়া নদীর তীর দখল করে বহুতল স্থাপনাসহ মার্কেট নির্মাণ কাজ কোন কিছুতেই থামছেনা। দখলবাজদের কারনে নদীতীরের বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয় ভূমি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব স্থাপনা তোলা হচ্ছে। ফলে সরকারের খাসজমি বেহাত হওয়ার পাশাপাশি বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। কলাপাড়া পৌরসভার নতুন বাসস্ট্যান্ড থেকে চাকামইয়া ব্রিজের উত্তার পাশ পর্যন্ত নদী তীর দখল করে টিনশেড ঘর-বাড়ি দোকানপাটসহ বহুতল মার্কেট নির্মাণ করছে এক শ্রেণির প্রভাবশালী চক্র। এরা কোন আইন কানুনের তোয়াক্কা করছে না। সজেমিনে দেখা গেছে, চাকামইয়া ও টিয়াখালী ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর টিয়াখালী অংশের তীরসহ নদী দখল করে একাধিক বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এছাড়া শতাধিক টিনশেডসহ সেমিপাকা স্থাপনা তোলা হয়েছে। এসব জায়গায় বনাঞ্চল ছিল। তাও কেটে উজাড় করে দেয়া হয়েছে। এখনও এই দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দিনরাত দখল প্রক্রিয়া চলছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, সরেজমিনে পরিদর্শন করে অবৈধ স্থাপনা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×