ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬, আহত ৫০

প্রকাশিত: ০০:২০, ২৯ অক্টোবর ২০১৭

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত-৬, আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সাঁথিয়া উপজেলার বগুড়া-পাবনা মহাসড়কের বহালবাড়ীয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও এলাকাবাসি জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়ায় পাবনামুখি আলী এক্সপ্রেস (যার নং ঢাকা মেট্রো-জ ১১-০৯২২) ও সিরাজগঞ্জগামী সুমি ট্যাভেলস (যার নং চট্রগ্রামমেট্রো-ব ১১-০২০৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুটি বাসের সামনের অংশ ভেঙ্গে দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই ৪ জন ও রাস্তায় আরও ২ জন মারা যায়। নিহতরা হচ্ছে সাঁথিয়ার বৃহস্পতিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে কালাম (৩২), পাবনা সদর উপজেলার বাঙাবাড়িয়ার সোবাহানের ছেলে লিটন (৪০), সুমি ট্র্যাভেলসের ড্রাইভার রিপন (৪৫) ও গাজীপুর সদর উপজেলার মৃত গফুর আলীর ছেলে আয়েত আলী বিশ্বাস (৬০)। এছাড়াও অজ্ঞাতনামা শিশুসহ আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহতরা সবাই বাসের যাত্রী ছিল। এদিকে এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পাবনাসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে মহাসড়ক যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ৬ জনের লাশ পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
×