ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্যটন পল্লী গঙ্গামতি সৈকতে যাওয়ার সড়কটির বেহাল দশা

প্রকাশিত: ২০:৩৯, ২৪ অক্টোবর ২০১৭

পর্যটন পল্লী গঙ্গামতি সৈকতে যাওয়ার সড়কটির বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পর্যটন পল্লী গঙ্গামতি সৈকতে যাওয়ার একমাত্র সংযোগ সড়কটির বেহাল দশা। সড়কটি কোথাও কোথাও আবাদি জমির সঙ্গে মিশে গেছে। বর্ষা মৌসুমে পর্যটক-দর্শনার্থীর হাটু থেকে কোমর সমান পানি পেরিয়ে যেতে হয় দর্শনীয় এ সৈকতে। সড়কটি মেরামতসহ পাকাকরনের দীর্ঘদিনের দাবি আজও পুরন হয়নি। ফলে প্রকৃতিপ্রেমী আগতদের ভোগান্তি চরমে। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গামতিকে পর্যটন পল্লী গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন। তখন থেকে গঙ্গামতির প্রায় দেড় হাজার একর এরিয়া জুড়ে খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া স্থগিত রাখা হয়। ফলে ভূমি দস্যুদের থাবা থেকে রক্ষা পায় এই পর্যটন পল্লী। বিশাল এই এলাকার চারদিক ঘিরে জেগে ওঠা চর সাগর মোহনার সৈকতটির পরিধি ক্রমশ বাড়ছে। নয়নাভিরাম সৈকতটি এখন কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকদের দর্শনীয় স্পটের তালিকায় সংযোজন থাকছে। কেউ ভোলেন না গঙ্গামতি ভ্রমণে। অনেক আগেই গঙ্গামতি যাওয়ার লেকটি পেরিয়ে যাওয়ার ভোগান্তি লাঘবে গার্ডার ব্রিজ করা হয়েছে। ফলে মাইক্রো কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়েই গঙ্গামতি সৈকতে যাওয়া যায়। স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী আঃ মান্নান জানান, গঙ্গামতি সৈকতে নির্বিঘেœ যাওয়ার জন্য ওই সংযোগ সড়কসহ আট কিমি পাকা সড়ক নির্মাণে তাদের পরিকল্পনা রয়েছে। যা উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
×