ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেন্দিগঞ্জের অধিকাংশ সরকারী কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত

প্রকাশিত: ২৩:৪৭, ২২ অক্টোবর ২০১৭

মেহেন্দিগঞ্জের অধিকাংশ সরকারী কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বিষয়টি যেন দেখার কেউ নেই। ফলে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। সূত্রমতে, কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয় জানতে চাইলে ওইসব দপ্তরের কর্মচারীদের একটাই কথা, স্যার অফিসের কাজে জেলা শহরে আছেন। সরকারী নিয়ম অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মকর্তাদের অফিসে থাকার কথা থাকলেও কিছু সংখ্যক কর্মকর্তা অফিসে আসেন বেলা ১১টায়। তারা দায়সারা সেবা দিয়ে দুইটার মধ্যে কর্মস্থল ত্যাগ করেন বলে জানিয়েছেন ভূক্তভোগীরা। প্রতিদিন কর্মকর্তাদের অনুপস্থির ফলে ভোগান্তি বেড়েই চলেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারী কর্মকর্তাদের কার্যালয়ে সেবা নিতে এসে কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে ভোগান্তিতে পড়া ভূক্তভোগীরা জানান, প্রতিদিন শত শত মানুষ এসব সরকারী কর্মকর্তাদের কার্যালয়ে সেবা নিতে আসলেও শুধুমাত্র কর্মকর্তাদের অনুপস্থিতির কারনে তারা প্রতিনিয়ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ তিন বছর পর্যন্ত এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি শুন্য রয়েছে। ফলে জনগনের ভোগান্তির শেষ নেই। বর্তমানে এ উপজেলার নির্বাহী অফিসারের পদটিও শুন্য রয়েছে। গত ১৫ দিন পূর্বে নির্বাহী অফিসার বদলি হয়ে অন্যত্র চলে গেলেও অদ্যবর্ধি এখানে নতুন ইউএনও হিসেবে কেউ যোগদান করেননি। অধিকাংশ সরকারী কর্মকর্তা কর্মস্থলে না থাকা ও যথাসময়ে অফিসে না আসার সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুনসুর আহমেদ বলেন, বিষয়টি ইউএনওর দেখ ভালের কথা। তার পরেও বিষয়টি আমি জেলা পর্যায়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।
×