ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

প্রকাশিত: ০০:৪১, ২১ অক্টোবর ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৈরী আবহাওয়া প্রচন্ড বাতাস ও প্রবল বর্ষণে পদ্মা উত্তাল থাকার কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে শুক্রবার সকাল থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ও শনিবার এই দুইদিনে আবহাওয়ার কোন পরিবর্তন হয়নি। ফলে কাঁঠালবাড়ি ঘাট এলাকা ও টার্মিনালে পারাপারের অপেক্ষায় কয়েকশ যানহাবন দুদিন ধরে আটকে রয়েছে। কাঁঠালবাড়িঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে প্রচন্ড বাতাস ও প্রবল বর্ষণের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। যা শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ যে কোন দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা ১১টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়। এ সব নৌযান কাঁঠালবাড়ি ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে কয়েকশ যানবাহন। ভারী বৃষ্টির কারণে যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন কাঠালবাড়ি ঘাটে। শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় পদ্মা নদীতে বেড়েছে স্রোতের তীব্রতা। আর এতে করেই ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। লোহজং মাঝ পদ্মায় প্রচন্ড ঢেউ ও স্রোত থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঢাকাগামী যাত্রী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শুক্রবার ভোর বেলা জরুরী কাজে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু ঘাটের কোন নৌযান চলাচল না করায় পদ্মা পারপার হতে পারিনি। তাই বিকেলে বাধ্য হয়ে বাড়ি ফিরে এসেছি।’ ট্রাক চালক মোতাহের আকন বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে ঘাটে বসে আছি। কখন আবহাওয়া ভালো হবে, কখন পদ্মা পার হতে পারবো কে জানে ? আবহাওয়া খারাপ হলেই ঘাটে এমন অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে এভাবে বসে থাকা খুব কষ্টকর।’ বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, বৈরী আবহাওয়ায় প্রচন্ড বাতাস ও প্রবল বর্ষণের কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। শুক্রবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে কয়েক‘শ যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি ও বাতাস কম থাকায় দুটি রো রো ফেরি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যদি বাতাস বেশি থাকে রো রো ফেরি বন্ধ করে দেয়া হবে। বিআইডব্লিউটিএর কাঠালবাড়ি ঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, ‘শুক্রবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নিদ্দেশনা না আসা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।’ শনিবার দুপুর দু‘টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
×