ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেবিসিতে অমিতাভ কম্পিউটার স্ক্রিনে দিকে তাকিয়ে যা দেখেন

প্রকাশিত: ২০:৪৯, ২০ অক্টোবর ২০১৭

কেবিসিতে অমিতাভ কম্পিউটার স্ক্রিনে দিকে তাকিয়ে যা দেখেন

অনলাইন ডেস্ক ॥ শো শুরুর সময় বিগ বি-র সামনের দুটো স্ক্রিনই বন্ধ থাকে। এমনকী ‘ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট’ এর সময়েও মেশিনদুটি বন্ধ থাকে। সামনে একটি জায়ান্ট স্ক্রিনে সমস্ত তথ্য আসে। আর সেখান থেকেই বিগ বি হট সিটের প্রতিযোগী কে বেছে নেন। কখনও যদি প্রতিযোগীর নাম, ঠিকানা, পেশা বা এই সংক্রান্ত কোনও তথ্য ভুলে যান তখন তিনি এই কম্পিউটার জির সাহায্যেই সব কিছু দেখতে পেয়ে যান। ‘অদ্ভুত এই কম্পিউটার স্ক্রিনে একটি প্রশ্ন, তার চারটি অপশন, কত টাকার প্রশ্ন, আর ব্যবহৃত ও অব্যবহৃত লাইফলাইন এই বিষয়গুলি দেখতে পান বচ্চন স্যার’। যতক্ষণ না পর্যন্ত প্রতিযোগী কোনও উত্তর দিচ্ছেন, ততক্ষণ অমিতাভ বচ্চনও জানেন না ঠিক উত্তরটি কী? অর্থাৎ বিগ বি ‘লক কিয়া যায়’ বললে তবেই উত্তরটি তাঁর স্ক্রিনে ফুটে উঠবে। অপশন একবার লক করা হয়ে গেলেই নিমেষে তাঁর কম্পিউটার স্ক্রিনে চলে আসে সঠিক উত্তরটি। সঙ্গে ভুল উত্তর এবং সঠিক উত্তর সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি। যদিও প্রতিযোগীকে বিভিন্ন উত্তর নিয়ে বিভ্রান্ত করা— পুরোটাই বচ্চন স্যারের অভিনয়ের কেরামতি। আর প্রতিযোগীকে ভুল উত্তর সম্পর্কে সতর্ক করাটাও তাঁর মহৎ অঙ্গভঙ্গিমার উদাহরণ। তবে একজন প্রতিযোগীর কম্পিউটার শুধুমাত্র প্রশ্নটি দেখার জন্যই। এর চেয়ে বেশি প্রতিযোগীর কম্পিউটার সাড়া দিতে পারে না। যা সঞ্চালক অর্থাৎ অমিতাভ বচ্চনের কম্পিউটার তুলনামূলক ভাবে বেশি সাড়া দিয়ে থাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×