ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাতালানদের স্বায়ত্তশাসনও কেড়ে নিবে স্পেন

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ অক্টোবর ২০১৭

কাতালানদের স্বায়ত্তশাসনও কেড়ে নিবে স্পেন

অনলাইন ডেস্ক ॥ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমনের স্বাধীনতা ঘোষণার হুমকির পর অঞ্চলটির স্বায়ত্তশাসন স্থগিত করার পদক্ষেপ নিতে যাচ্ছে স্পেনের কেন্দ্রীয় সরকার। সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ ব্যবহার করে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে স্পেন। খবর- বিবিসির। বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিষয়টি বাস্তবায়নের জন্য আগামী শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে পাঠানো এক চিঠিতে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমন বলেছেন, স্পেন আলোচনা বন্ধ করে ১৫৫ অনুচ্ছেদ কাজে লাগালে স্বাধীনতার ঘোষণা দেবেন তারা। স্পেনের সংবিধানে ১৫৫ অনুচ্ছেদকে ‘নিউক্লিয়ার অপশন’ (পার্লামেন্টের বিশেষ একটি প্রক্রিয়া) বলা হয়েছে। ১৯৭৮ সালে সংবিধান গৃহীত হওয়ার পর থেকে স্পেনে এ অনুচ্ছেদ ব্যবহার করা হয়নি। এর আগে ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। এতে ভোটদাতাদের ৯০ শতাংশের বেশি হ্যা ভোট দেন।
×