ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাঁসিপাড়া খালে বাঁধ দিয়ে মাছের ঘের ॥ কৃষকের সর্বনাশ

প্রকাশিত: ২২:২৫, ১৮ অক্টোবর ২০১৭

ফাঁসিপাড়া খালে বাঁধ দিয়ে মাছের ঘের ॥ কৃষকের সর্বনাশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ফাঁসিপাড়া খালে বাঁধ দিয়ে মাছের ঘের করায় শত শত কৃষকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির কবলে পড়েছে। লতাচাপলী ইউনিয়নের এ খালটির অবস্থান। জোয়ার-ভাটার পানি প্রবাহের এ খালটিতে সেখানকার প্রভাবশালী হাকিম মোল্লার ছেলে মোশারেফ মোল্লা বাঁধ দেয়ায় মানুষ এমন দুর্ভোগে পড়েছেন। কৃষকের দাবি অন্তত দুই শ’ একর কৃষি জমির চাষাবাদে মারাত্মক সঙ্কট সৃষ্টি হচ্ছে খালটি আটকে বাঁধ দেয়ায়। বর্ষাকালে বাঁধের কারণে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর শুকনো মৌসুমে পানির আকাল দেখা দেয়। অভিযুক্ত মোশারেফ মোল্লা জানান, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমার নামে এই জমি বন্দেবস্ত রয়েছে। তবে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ আনসার উদ্দিন জানান, বাঁধ দেয়া জায়গায় অত্র অফিসের ৮নং রেজিস্টার পর্যালোচনায় দেখা গেছে, জে এল ৩৪ নং লতাচাপলী মৌজার ৩৪৫৭ নং দাগে মোট জমি দুই একর ৫৬ শতক। ওই জমি থেকে ৩৭৩কে/১৯৮৯-৯০ নং বন্দোবস্ত কেসের মাধ্যমে এক একর ছয় শতক এবং ৩৯৩কে/১৯৮৯-৯০ বন্দেবস্ত কেসের মাধ্যমে এক একর ৫০ শতক জমি বন্দোবস্ত দেয়া হয়। উক্ত বন্দোবস্ত কেস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পটুয়াখালী ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি এসএ ৩২ নং স্মারকে বাতিল করা হয় মর্মে নোট দেখা যায়। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভির রহমান বলেন, অভিযোগ দেখে তদন্ত করে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×