ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীর মির্জারচরে আবারো টেটাযুদ্ধ ॥ আহত ২২

প্রকাশিত: ০২:২০, ১৪ অক্টোবর ২০১৭

নরসিংদীর মির্জারচরে আবারো টেটাযুদ্ধ  ॥ আহত ২২

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য নিয়ে রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা মির্জারচরে দু’টি বিবাদমান গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা ও ককটেল বিস্ফোরনে ২২ ব্যক্তি আহত ,শতাধিক বাড়িঘরে হামলা ভাংচুর হয়েছে । ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামের জাফর চেয়ারম্যান ও প্রতিপক্ষ ফারুক মিয়ার মধ্যে বিরোধ ,মামলা পাল্টা মামলা চলে আসছিল । এরই জের হিসেবে শনিবার সকালে জাফর চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষ ফারুক মিয়ার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় । এসময় উভয় পক্ষের ২২ ব্যক্তি টেটা ও ককটেল বিস্ফোরনে আহত হয় এবং শতাধিক বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে । খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে শনিবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।এ ঘটনায় হেলাল ,বাচ্চু, জয়নাল ,কাসেম ,বাছির উদ্দীন,সোলেহা বেগম ,আলামিন ,জয়নাল ২ ,বাছেদ মিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যরা পুলিশী গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে । উল্লেখ্য দীর্ঘ দিন যাবত উল্লেখিত দু‘টি গ্র‘পের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল ।
×