ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি ॥ ৩ জন নিখোঁজ

প্রকাশিত: ২৩:৪১, ১৪ অক্টোবর ২০১৭

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি ॥ ৩ জন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে শনিবার সকাল ১১টায় হঠাৎ করে নৌকা বাইচের একটি নৌকা ডুবে যায়। এতে ওই নৌকার ২৩ জন চালক ছিটকে নদীতে পড়ে যায়। এরমধ্যে ২০ জন সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন চালক নদীতে ডুবে যায়। এ খবর লেখা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায়, ২৩ জনের একটি নৌকা বাইচের দল রাজিবপুর উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল। এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, নৌকা ডুবির সাথে সাথে স্থানীয়ভাবে ওই ৩ জনকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এব্যাপারে গাইবান্ধার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, নৌকা ডুবির ৩ জন নিখোঁজ চালকের মধ্যে ২ জনের নাম জানা গেছে, তারা হলেন মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুল লতিফ। সে কামারজানি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত আছেন। একই গ্রামের মহির উদ্দিনের ছেলে ফুলমিয়া।
×