ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ১শ’কেজি মা ইলিশ জব্দ

প্রকাশিত: ২২:৩৬, ১০ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ১শ’কেজি মা ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ১০ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১শ’কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের মেঘনা নদীর চরঝাপটা, বকচর,চরআব্দুলাপুরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেন তারা। এ সময় একশ’ কেজি মা ইলিশসহ ২টি নৌকা আটক করেছেন তারা। তবে টের পেয়ে জেলেরা আগেক সটকে পড়ায় এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এসব তথ্য দিয়ে উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া জাহান জানান আটককৃত জালগুলো নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তারপুর নৌ ফাড়ির ইনচার্য এস আস জয়নাল আবেদীন, সদর উপজেলার মৎস্য অফিসার মো: ফারুক ময়েদুজ্জামান।
×