ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে আবুল কাশেম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ২৩:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ঝিনাইদহে আবুল কাশেম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে শহরে চাঞ্চল্যকর আবুল কাশেম মো: ফজলুল হক ওরফে রিপন হত্যা মামলায় প্রধান আসামী মতিয়ার রহমানকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষনা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ জানুয়ারী রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কের সাত ভাই কুদ্দুস মার্কেটের সামনে রিপনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পালানোর সময় আসামী মতিয়ার রহমানকে অস্ত্রসহ ধরে ফেলেন ট্রাফিক ইন্সেপেক্টর গোলাম আজম। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা করেন। দীর্ঘ ৭ বছর পর আদালত ১৫ জন সাক্ষির সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে আজ দুপুরে আসামী মতিয়ার রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন। দোষ প্রমানিত না হওয়ায় আসামী আহাদ আলী ও আবু আব্দুল্লাহ মারুফ নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
×