ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো নতুন দুটি বিভাগ

প্রকাশিত: ২৩:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো নতুন দুটি বিভাগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৭-১৮ শিক্ষবর্ষ থেকে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা ’ এবং ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি’ নামে নতুন দুটি বিভাগ সংযোজিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বুধবার দুপুরে চলতি শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপরোক্ত দুটি বিভাগ চালুকরণের পাশাপাশি এ দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন প্রদান করেন। উপাচার্য আরও জানান, ইউজিসি’র সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা গত ১৪ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসলে তাদের কাছে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ স্থাপন, একটি ল্যাঙ্গোয়েজ সেন্টার চালুকরণ, অত্যাধুনিক ল্যাব নির্মানসহ ইউজিসির চলমান প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
×