ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনেমায় সঞ্জয় দত্তের রাজসিক প্রত্যাবর্তন

প্রকাশিত: ০৬:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৭

সিনেমায় সঞ্জয় দত্তের রাজসিক প্রত্যাবর্তন

সঞ্জয় দত্ত আবার রুপালি পর্দায় ফিরছেন। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হিন্দী সিনেমা ‘ভূমি’। গত বছরের ২৫ ফেব্রুয়ারি দীর্ঘ কয়েক বছর কারাভোগের পর স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলিউডের বহুল আলোচিত বিতর্কিত, জনপ্রিয় এই অভিনেতা। কারা জীবন থেকে বাইরে আসার পর সঞ্জয় দত্ত আবার অভিনয়ে ফেরার ঘোষণা দেন। তাকে নিয়ে ছবি নির্মাণে অনেকে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ‘ভূমি’ ছবিটির মাধ্যমে তিনি দর্শকদের সামনে ফিরছেন। সঞ্জয় বাবার কামব্যাক মুভি হিসেবে ভূমিকে ঘিরে এখন সবার কৌতূহল, আগ্রহ, উৎসাহের জোয়ার বইছে। একজন ভার্সাটাইল অভিনেতা হিসেবে তার খ্যাতি, জনপ্রিয়তা এক পরিচিতির বিস্তৃতি ঘটেছে। রোমান্টিক নায়ক থেকে শুরু করে কমেডি ধাঁচের রোল গ্যাংস্টার দুর্ধর্ষ সন্ত্রাসী, খলনায়ক, জটিল চ্যালেঞ্জিং বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক তাকে দেখে এসেছেন। ৫৮ বছর বয়সী সঞ্জয় দত্ত তার ক্যারিয়ারকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। সন্ত্রাসী আইনে গ্রেফতার হয়ে জেলে গেছেন অনেকবার। তাকে নিয়ে অনেক নাটকীয়তা সৃষ্টি হয়েছে, সেলুলয়েডের বাইরে বাস্তব জীবনে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাদক গ্রহণ, সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ড গ্যাঙের সঙ্গে যোগাযোগ ইত্যাদি অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। বেআইনী কর্মকা-ে তার সম্পৃক্ত থাকার প্রমাণও মিলেছে। সব মিলিয়ে বাস্তব জীবনেই সঞ্জয় বাবা হয়ে উঠেছেন এক দারুণ কৌতূহল উদ্দীপক চরিত্র। বলিউডের নাটকীয় জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন তারই বন্ধু প্রতিম চিত্রনির্মাতা রাজকুমার হিরানি। সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা অভিনেতা রণবীর কাপুর। ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে হিন্দী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক। বাবা প্রখ্যাত অভিনেতা রাজনীতিবিদ সুনীল দত্ত এবং মা বিখ্যাত অভিনেত্রী লার্গিসের সন্তান হিসেবে ক্যারিয়ারের শুরু থেকে নানাভাবে নবাব মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বিধাতা, বেকারার, জমিন আসমান, মেরা ফয়সালা, নাম, ইমানদারি, ধাতরো কে খিলাড়ি, কবজা, হাতিয়ার, থানেদার, সাজন, সড়ক, গুমরাহ, সাহিবান, খলনায়ক, মহাত্মা, দৌড়, কার্তুজ, বাস্তব, মুন্নাভাই এমবিবিএস পরিণীতা, লাগে রাহো মুন্না ভাই, শুট আউট এ্যাট লাখান্ডাওয়ালা, রেডি, রাস্কেলস, ধামাল, মান অব সরদার, পিকে প্রভৃতি হিন্দী সিনেমায় দর্শক তাকে দেখেছে বিচিত্র সব রোলে। মজার বিষয় হলো, গ্যাংস্টার, খলনায়ক, রোমান্টিক যুবক, ব্যর্থ প্রেমিক কিংবা কমেডি রোল যে ধরনের চরিত্রই হোক না কেন সঞ্জয় দত্ত তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছেন এবং সফলও হয়েছে। তার কৃতিত্বের স্বীকৃতি মিলেছে অনেকবার। সেই অতীত দিনের জনপ্রিয় নায়িকা রতি অগ্নিহোত্রী, টিনা মুনিম, অমৃতা সিং, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, শিল্প শেঠি, পূজাভাট, উর্মিলা মাতন্ডকার, নম্রতা শিরোদগার, বিদ্যা বালান পর্যন্ত বিভিন্নজনের বিপরীতে নায়ক সেজে পর্দায় উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে তার। সঞ্জয় দত্তকে সর্বশেষ আমির খান অভিনীত ‘পিকে’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। স্বল্প সময়ের পর্দা উপস্থিতিতেও তিনি চমক দেখিয়েছেন সে ছবিতে। পুনের ইয়োরদা জেলে থাকাকালীন সময়ে তার আচরণ সন্তোষজনক হওয়ায় তার কারাভোগের মেয়াদ কমানো হয়। অতীত জীবনে নানা অনিয়ম, বিশৃঙ্খলা, অসংযত আচরণ তাকে বিতর্কিত করলেও কারাগারে দীর্ঘ কয়েক বছর কাটানোর মাধ্যমে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন সঞ্জয়। এখন তিনি সম্পূর্ণ নতুন এক মানুষে রূপান্তরিত হয়েছে। নতুন সিনেমা ‘ভূমি’তে সঞ্জয় দত্ত আসছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি চরিত্রে প্রভাবশালী কিছু দুর্বৃত্তের হাতে ধর্ষিত আপনকন্যার দুঃখ বেদনায় জর্জরিত পিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি এ ছবিতে। কন্যার ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর। পিতা কতটা ভয়ঙ্কর বেপরোয়া হয়ে উঠতে পারেন সেটাই তুলে ধরেছেন তিনি ‘ভূমি’ ছবিতে। এ ছবির পোস্টার এবং ট্রেলারে সঞ্জয় দত্তের নতুন লুক ইতোমধ্যে বেশ সাড়া তুলেছে।
×