ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ দিনের রিমান্ড আবেদন

দিনাজপুরে মুর্তি ভাংচুরের মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরে মুর্তি ভাংচুরের মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, সোমবার রাত ১২টায় শহরের পাহাড়পুর এলাকার এ্যাডঃ খতিবুদ্দিন আহমেদের পুত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি (৩৫)কে নাবিল কাউন্টারের সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ২৮ আগষ্ট ভোর রাতে শহরের ফুলতলা শ্মশান ঘাটে কালি মুর্তির মাথা কেটে এবং সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর রায়পাড়া কালি মন্দিরে দুর্গা মুর্তিসহ ৫টি মুর্তি ভাংচুর ও ক্ষতিসাধন করে। এঘটনায় পূর্বে গ্রেফতারকৃত আসামী বাপ্পি শাহরিয়ার ও সাখাওয়াত হোসেনের সহযোগী হিসেবে কচিকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে কচিকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চন্দ্র জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য যে, ২৮ আগষ্ট ভোর রাতে শহরের ফুলতলা শ্মশান ঘাটে কালি মুর্তির মাথা কেটে সদর উপজেলার মাশিমপুর রায়পাড়া কালি মন্দিরে দুর্গা মুর্তিসহ ৫টি মুর্তি ভাংচুর ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে। এঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বাদী হয়ে কোতয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×