ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দিনে ৩৪ হাজার কোটি টাকা হারিয়েছে ইনফোসিস

প্রকাশিত: ০০:৫৬, ২২ আগস্ট ২০১৭

দুই দিনে ৩৪ হাজার কোটি টাকা হারিয়েছে ইনফোসিস

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান নির্বাহীর হঠাৎ পদত্যাগের জেরে আরও অর্থ হারিয়েছে ইনফোসিসের বিনিয়োগকারীরা। মাত্র দুই দিনেই বিনিয়োগকারীদের খোয়াতে হয়েছে ৩৪ হাজার কোটি রুপি। সবাইকে চমকে দিয়ে হঠাৎ পদত্যাগ করেন বিজনেস পরামর্শক, তথ্য প্রযুক্তি ও আউটসোর্সিং সেবাদাতা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল সিক্কা। তার জেরেই নড়বড়ে হয়ে পড়েছে কোম্পানিটির বর্তমান অবস্থা। সফটওয়্যার রপ্তানিতে ভারতে কোম্পানিটির অবস্থান দ্বিতীয়। শুক্রবার সিক্কার তরফ থেকে এ ধরনের সিদ্ধান্ত আসার পর কোম্পানিটির শেয়ারদর ব্যাপকহারে পড়তে থাকে। এর প্রভাবে ওইদিনই বিনিয়োগকারীদের গচ্চা দিতে হয় ৩০ হাজার কোটি রুপি। এরপর শনিবার বিনিয়োগকারীদের মুনাফা খুঁজে দিতে কর্তৃপক্ষ বাড়তি দরে ১৩ হাজার কোটি রুপির শেয়ার বাইব্যাক করার ঘোষণা দিলেই পরবর্তী কার্যদিবস অর্থাৎ সোমবার তা সফলতা এনে দিতে পারেনি। এদিনও পতনে নামে ইনফোসিসের শেয়ারদর। এদিন বিনিয়োগকারীদের আরও ৪ হাজার কোটি রুপি খোয়াতে হয়। এ নিয়ে দুই দিনে ইনফোসিসের বিনিয়োগকারীদের হারাতে হলো ৩৪ হাজার কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কর্ণধার এন আর নারায়ণমূর্তি পরিবারের হাতে রয়েছে ইনফোসিসের ৩.৪ শতাংশ শেয়ার। সিক্কার বিদায়ে প্রথমদিনে শুধু এই পরিবারের খোয়া যায় ১ হাজার কোটি রুপি। ইনফোসিসের হাল ধরতে ২০১৪-এর জুনে সিক্কাকে এনেছিলেন নারায়ণমূর্তিরাই। ৩ বছর পর তাকে পদত্যাগ করতে হল। টাটাদের সঙ্গে তেতো লড়াইয়ে সম্প্রতি একই অবস্থা হয়েছে সাইরাস মিস্ত্রির। বিশাল সিক্কার দাবি, তাকে ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে পর্ষদের অন্দরেই। নারায়ণমূর্তিদের কাছে টানা অভিযোগ ও নানা প্রশ্নের উত্তর দিয়ে ক্লান্ত তিনি। আর সে কারণে এ সরে যাওয়া। সোমবার কোম্পানিটির শেয়ারদর আরও ৫.৪ শতাংশ পতনে নেমে ৮৭৪ রুপিতে লেনদেন হয়। এর আগের দিন যা ১ হাজার ৪ রুপি থেকে কমে (১৩ শতাংশ) ৮৮৪ রুপিতে অবস্থান করছিল। এদিকে, ইনফোসিসের এই পতনে কোম্পানিটির উপর নজরদারি বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা স্টক এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া- সেবি। সংস্থাটি এই টানা দরপতনের পেছনে অন্য কারণ আছে কি না তা খতিয়ে দেখা শুরু করেছে।
×