ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেয়া গ্রুপের মালিক খালেক পাঠান গ্রেপ্তার

প্রকাশিত: ০২:১৬, ২০ আগস্ট ২০১৭

কেয়া গ্রুপের মালিক খালেক পাঠান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ ঋণ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন কেয়া গ্রুপের মালিক আবদুল খালেক পাঠান। রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় খালেক পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। কেয়া গ্রুপের কর্ণধার খালেক কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। রবিবার সকালে রাজধানীর তেজগাঁও থানায় দুদক মামলা করার পরই অভিযানে নামে। এই মামলায় খালেকের মেয়ে ও কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন, দুই পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট আটজনকে আসামি করা হয়েছে বলে প্রণব জানান। কেয়া গ্রুপের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান কেয়া কসমেটিকসের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন ব্যাংকের কাছে শুধু তাদেরই ঋণের পরিমাণ সাড়ে ১৩শ কোটি টাকার বেশি।
×