ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:০৩, ১৭ আগস্ট ২০১৭

কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মধ্যযুগের প্রখ্যাত মহাকবি ও মনসা মঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা বিজয় গুপ্ত’র ৫২৩বছর আগে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে প্রতিষ্ঠিত মনসা মন্দিরে দেবী মনসার বাৎসরিক পূঁজা বৃহস্পতিবার মহাধুমধামের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল নয়টা থেকেই শঙ্খ বাজিয়ে, হাজারো নারীর উলুধ্বনি, আর বিভিন্ন বাদ্য বাজনায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দূর দূরান্তের ভক্তদের সুবিধার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত তিন দফায় অনুষ্ঠিত হয় দেবী মনসার পূঁজার্চণা ও বলিদান। এর আগে ২৫ থেকে ২৭ আগস্ট মন্দির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী রয়ানী গান উৎসব। পূঁজা শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অপরদিকে একইদিন জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রিয়লাল মন্ডলের নিজবাড়ির ঐতিহ্যবাহী মনসা মন্দির প্রাঙ্গণে মনসা মঙ্গল পাঠের মধ্যদিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্জে মনসা পূঁজা অনুষ্ঠিত হয়েছে। দর্শনাথীরা মুক্তিযোদ্ধা প্রিয়লাল মন্ডলের বাড়ির ঐতিহ্যবাহী মনসা মন্দিরটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। পুজা অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
×