ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরে পদক্ষেপের আগে দক্ষিণকে জানাবেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:১২, ১৭ আগস্ট ২০১৭

উত্তরে পদক্ষেপের আগে দক্ষিণকে জানাবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে তিনি তাদের জানাবেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মুন জে-ইন। উত্তর কোরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী মন্তব্যের পর আশঙ্কা করা হচ্ছিল, যুদ্ধ বেঁধেও যেতে পারে। কিন্তু দক্ষিণ কোরিয়া আপাতত এ ধরনের পদক্ষেপের পক্ষে নয়। একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষার পর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে হামলার হুমকি দেয়। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করার দাবি করে দেশটি। বৃহস্পতিবারের ভাষণে মুন জে-ইন বলেন, সামরিক পদক্ষেপ নেওয়ার কেনো ইচ্ছা তাদের (যুক্তরাষ্ট্র) মধ্যে দেখা যাচ্ছে না। তবে তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ দিন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেছেন, আর কোনো উসকানিমূলক কাজ করার উচিত হবে না পিয়ংইয়ংয়ের। তাহলে তারা এমন নিষেধাজ্ঞার মুখে পড়বে, যা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। পরমাণু অস্ত্রের কার্যক্রম বন্ধ করারও আহ্বান জানান তিনি। উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট উত্তেজনায় যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় কোরীয় উপদ্বীপে। এই উত্তেজনায় বড় মোড়ল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। আর উত্তর কোরিয়া হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র গুঁড়িয়ে দেওয়ার। উত্তেজনা এখনো চরমে থাকলেও চীনের বিরোধিতার কারণে উত্তর কোরিয়া কিছুটা নমনীয়তা দেখাতে শুরু করেছে। তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।
×