ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গসিব

প্রকাশিত: ০৫:৩০, ১৭ আগস্ট ২০১৭

গসিব

লিওনার্দোর চরিত্রে আসছেন লিওনার্দো! সালটা ১৯৭৪। ইরমেলিন ডিক্যাপ্রিও ইতালির ফ্লোরেন্সে উফিজ্জি জাদুঘরে লেওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি চিত্রকর্ম দেখছিলেন। হঠাৎ ইরমেলিনের গর্ভের বাচ্চাটা একটা লাথি মেরে বসল। তখনই ইরমেলিন ঠিক করে ফেলেছিলেন, দুষ্টুটা বের হোক, নাম রাখবেন লিওনার্দো। সত্যি তাঁর নাম রাখা হয় লিওনার্দো। লেওনার্দো দা ভিঞ্চি পুরো নাম লিওনার্দো ডিক্যাপ্রিও। যিনি এখন হলিউডের অস্কারজয়ী অভিনেতা। মজার ব্যাপার হলো, এবার ইতালীয় চিত্রশিল্পী ও বিজ্ঞানী লেওনার্দো দা ভিঞ্চির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। মার্কিন গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। সর্বশেষ ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে ডিক্যাপ্রিওকে দেশহীন হিউ গ্লাসের চরিত্রে দেখা গিয়েছিল এবং এই ছবির চরিত্রের জন্য প্রথমবারের মতো অস্কার পান তিনি। ডিক্যাপ্রিওর নিজ প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাপিয়ান ওয়ে এবং প্যারামাউন্টের জেনিফার ডেভিসন যৌথভাবে ছবিটি প্রযোজনায় রয়েছে। লিওনার্দো দ্য ভিঞ্চির জীবন নিয়ে লেখা ওয়াল্টার ইসাকসনের বইটির স্বত্ব কিনে নিয়েছে প্যারামাউন্ট। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। নিলাম হচ্ছিল ওয়াল্টার আইজাকসনের লেখা বই লেওনার্দো দা ভিঞ্চির ওপর ভিত্তি করে ছবি কে বানাবে তা নিয়ে। শেষ পর্যন্ত জিতে যায় প্যারামাউন্ট। তারা নির্মাণ করবে লেওনার্দো দা ভিঞ্চির বায়োপিক। এখন এই ছবিতে চিত্রশিল্পী লেওনার্দোর চরিত্রে অভিনেতা লিওনার্দোর অভিনয় করাটাই হয়ত যৌক্তিক মনে করেছেন নির্মাতারা। প্যারামাউন্টের সঙ্গে টাইটানিক তারকা নাকি নিজেও প্রযোজনা করবেন ছবিটি। দ্য ভিঞ্চির জন্মগ্রহণ ১৪৫২ সালে এবং মারা যান ১৫১৯ সালে। তাঁর সেরা চিত্রকর্মের মধ্যে আছে ‘মোনালিসা’ এবং ‘দ্য লাস্ট সাপার’। তিনি একজন উদ্ভাবকও ছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয় করার কারণ ব্যাখ্যা করেন ডিক্যাপ্রিও। তিনি বলেন, তাঁর মা গর্ভাবস্থায় ইতালিতে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্র দেখছিলেন। এ সময় পেটে প্রথমবারের মতো নড়ে ওঠেন ডিক্যাপ্রিও। তখনই তাঁর মা সিদ্ধান্ত নেন সন্তানের নাম রাখবেন লিওনার্দো। নিষিদ্ধ পল্লীতে বিক্রি হওয়া থেকে বাঁচলেন এই মডেল! হলিউড বলিউডের অনেক মডেল ও অভিনেত্রীরা খারাপ সঙ্গে পড়ে বিপাকে পড়েছেন নানা সময়। কিন্তু ব্রিটিশ এই মডেল যে যৌনপল্লীতে বিক্রি হতে যাচ্ছেন, সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তার। এমন ঘটনা সম্প্রতি ঘটেছে ইতালির মিলানে। প্যারিস থেকে ইতালি নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিটিশ মডেল ক্লোয়ি আইলিংকে। ফটোশুটের জন্য একটি দলের সঙ্গে চুক্তি করে যাচ্ছিলেন তিনি। তাকে যে অপহরণ করে যৌনপল্লীতে বিক্রি করার ছক কষা হয়েছে তা ঘুনাক্ষরেও টের পাননি এই মডেল। কোনরকমে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পান তিনি। নিজেই জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ২০ বছর বয়সী ক্লোয়ি জানিয়েছেন, তাকে ফটোশুটের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তিনি দেখেন গন্তব্যের পরিবর্তে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। অপহরণকারীরা তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তার নগ্ন ছবি তুলে সুটকেসে বন্ধ করে নিয়ে যায় এক অজানা এলাকায়। সেখানে নগ্ন ছবি তোলার জন্য তাকে জোর করা হয়। তিনি রাজি না হওয়ার কারণে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। তবে এখানেই থেমে থাকেনি অপহরণকারীরা। তারা তাকে যৌনপল্লীতে বিক্রি করে দিতেও চেয়েছিল। তবে অপহরণকারীরা যখন জানতে পারে, ক্লোয়ি এক সন্তানের মা, তখন তাকে শেষমেষ ছেড়ে দেয়া হয়। এদিকে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিরাপদে বাড়ি ফিরেছেন ক্লোয়ি। তিনি জানান, একেকটা দিন, ঘণ্টা, মুহূর্ত তিনি আতঙ্কে কাটিয়েছেন। এখনও ভয় পুরোপুরি কাটেনি। প্রতি মুহূর্তে ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় আসছে। ঘটনাটির তদন্তে নেমে অপরহণকারী সন্দেহে তিরিশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ওই তরুণী মডেল যুক্তরাজ্যের বাসিন্দা। শূটিংয়ে অংশ নিতে গত ১০ জুলাই ইতালির মিলানে পৌঁছান তিনি। এর পরদিন শূটিংয়ের জন্য একটি এ্যাপার্টমেন্টে যান। সেখান থেকেই অপহরণের শিকার হন। অপহরণের পর ছয় দিন তাকে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তরুণীকে অপহরণের অভিযোগে লুকাস হারবা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, ওই ব্যক্তি পোল্যান্ডের নাগরিক হলেও থাকতেন যুক্তরাজ্যে। ইতালির পুলিশ বলছে, ওই তরুণীকে চেতনানাশক গ্রহণে বাধ্য করা হয়েছিল। পরে তাঁকে একটি ব্যাগে ভরে গাড়ির পেছনে রাখা হয়। তুরিন শহরের এক বাড়িতে নিয়ে গিয়ে কাঠের তৈরি একটি ড্রয়ারে ওই তরুণীকে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছিল। অপরাধীরা তাঁকে অনলাইনে নিলামে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করেছিল। বলিউডে বাবা রামদেবের অভিষেক এটাই বাকি ছিল। বাবা রামদেব এবার নতুন রূপে হাজির। ভারতের আলোচিত যোগগুরু“বাবা রামদেবের অভিষেক হতে যাচ্ছে বলিউডে। দেশপ্রেমভিত্তিক ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’-সিনেমায় জাভেদ আলীর গাওয়া ‘সাইয়ান সাইয়ান’ গানে দেখা যাবে রামদেবকে। লোমহর্ষ পরিচালিত এ ছবিতে নিজ দেশ সম্পর্কে ২৫ বছর বয়সী একজন প্রবাসী ভারতীয়ের ধারণা তুলে ধরা হবে। এতে অভিনয় করছেন গাভি চাহল এবং মডেল অভিনেত্রী দিনা উপাল। রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং গুজরাতের বিভিন্ন এলাকায় ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে। ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে লোমহর্ষ পরিচালিত ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া।’ এই সিনেমায় দেখা যাবে যোগগুরু বাবা রামদেবকে। সিনেমা মুক্তি নিয়ে উত্তেজিত বাবা রামদেব বলেছেন, ‘বিশ্বকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে ভারতের। এই পরিবর্তনটাই ইয়ে হ্যায় ইন্ডিয়ায় তুলে ধরা হয়েছে। অনেক চিন্তার পরে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিই। আশা করছি সব ভারতীয় এই সিনেমা দেখবেন।’ সিনেমার প্রচারেও দেখা যাবে রামদেবকে। সূত্রের খবর, সিনেমার একটি গানে নাকি নেচেছেন যোগগুরু। পরিচালক লোম বলেছেন, ‘সিনেমাকে পূর্ণ সমর্থনের জন্য বাবাজিকে অশেষ ধন্যবাদ। তাঁর চেয়ে বড় প্রচারক আমরা পেতাম না।’ অক্ষয়-রণবীর নাচলেন টয়লেটের সাফল্যে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের নতুন ছবি টয়লেট : এক প্রেম কথা। ছবিটিকে ঘিরে বহুদিন ধরেই দর্শকদের মনে প্রত্যাশা জমেছিল। আর তার প্রভাব গিয়ে পড়ল বক্স অফিস কালেকশন এ। সিনেমা সমালোচক এবং ট্রেড এ্যানালিস্ট তরন আদর্শ টুইটারে টুইট করে টয়লেট: এক প্রেম কথা ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। প্রথম দিনেই ছবিটি ১৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির দ্বিতীয় দিনের ব্যবসা প্রথম দিনকে ছাপিয়ে গেল। দ্বিতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ১৭.১০ কোটি টাকার। ছবিটিকে ঘিরে বহুদিন ধরেই দর্শকদের মনে প্রত্যাশা জমেছিল। ছবির বিষয় শৌচালয় তৈরি। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র্র্র মোদি স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্যে নেমেছেন। সেখানে প্রধানমন্ত্রীর সেই প্রচেষ্টাকেই আরও খানিকটা এগিয়ে দেয় ছবি। তাই ছবির বিষয়বস্তু নিয়ে দর্শকদের মনে একটা উৎকণ্ঠা প্রথম থেকেই ছিল। আর তার প্রভাব গিয়ে পড়ল বক্স অফিস কালেকশন এ। ‘টয়লেট : এক প্রেমকথার সাফল্যে অক্ষয় কুমার ও রণবীর সিং একটি ভিডিওতে নব্বই দশকের ‘ইয়ে ওয়াক্ত হামারা হ্যায়’ গানে নেচেছেন। বলিউড তারকা রণবীর সিং তাঁর ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। ‘বাজিরাও মাস্তানি’র এই তারকা বলেন, ‘চাপমুক্ত হও, টয়লেট দেখো, হালকা হও’। ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় কুমার টয়লেট থেকে বের হয়ে বলেন, টয়লেটের উদ্বোধন হয়ে গেছে। এ সময় তাদের নাচতে দেখা যায়। ‘টয়লেট : এক প্রেমকথা’ ছবিটি পরিচালনা করেছেন নারায়ণ সিং। ছবিটি মূলত ভারতীয়দের শৌচাগার ব্যবহার নিয়ে নির্মিত। উডি এ্যালেনের ছবিতে সেলেনা গোমেজ পরিচালক উডি এ্যালেনের কোন ছবির পরিকল্পনা জানা ভারি মুশকিল ব্যাপার! সহজে মুখ খোলেন না তিনি। তাঁর আগামী ছবি মুক্তি দেবে এ্যামাজন স্টুডিওস। এটুকু জানা কথা। কিন্তু ছবির নামধাম কিছুই জানা যায়নি। তবে নতুন চমক হলো, এই ছবিতে অভিনয় করবেন গানের জগতের ব্যস্ত তারকা সেলেনা গোমেজ। ৮১ বছর বয়সী বর্ষীয়ান এই পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা নিজের সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি। তবে উডি এ্যালেনের নতুন এ ছবির নাম ও গল্প এখনও গোপন রেখেছেন নির্মাতা। জানা যায়, নতুন এ ছবিতে সেলেনার বিপরীতে অভিনয় করবেন এ্যালে ফ্যানিং ও টিমোথি শ্যালামেট। আমাজন স্টুডিওর ব্যানারে নির্মিত এ ছবির কাজ শুরু হবে অচিরেই। এদিকে এবারের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে উডি এ্যালেনের নতুন ছবি ‘ওয়ান্ডার হুইল’-এর প্রিমিয়ার হবে। এটি মুক্তি পাবে ডিসেম্বরে। এতে অভিনয় করেছেন কেট উইন্সলেট, জাস্টিন টিম্বারলেক, জুনো টেম্পল, জেমস বেলুশি। ২০১৬ সালে উডি এ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’র মাধ্যমে কান উৎসবের পর্দা ওঠে। এতে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, জেসি আইজেনবার্গ, স্টিভ ক্যারেল ও ব্লেক লিভলি। এ দুটি ছবিও প্রযোজনা করেছে অ্যামাজন। সেলেনা গোমেজ ও উডি এ্যালেনদীর্ঘ ক্যারিয়ার পাড়ি দিয়ে সম্প্রতি টেলিভিশনে যুক্ত হয়েছেন উডি এ্যালেন। তার পরিচালনায় নির্মিত মিনি সিরিজটির নাম ‘ক্রাইসিস ইন সিক্স সিনস’। এতে তার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস। এ্যামাজন ভিডিওতে প্রচার হয়েছে এই সিরিজ।এদিকে নেটফ্লিক্সের বিতর্কিত ওয়েব টিভি সিরিজ ‘থার্টিন রিজনস’।
×