ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নগদ অর্থ সঙ্কটে বেসরকারি খাতের ১৫ ব্যাংক

প্রকাশিত: ০২:৩৫, ১৫ আগস্ট ২০১৭

নগদ অর্থ সঙ্কটে বেসরকারি খাতের ১৫ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমানতের সুদহার মূলস্ফীতির নিচে নামিয়ে আনায় ব্যাংকবিমুখ হয়ে সঞ্চয়পত্র ক্রয়ে ঝুঁকছে সাধারণ মানুষ। শুধু ২০১৬-১৭ অর্থবছরই সঞ্চয়পত্র বিক্রি হয়েছে সাড়ে ৫২ হাজার কোটি টাকার। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকিং খাতে আমানতপ্রবাহ হ্রাস পেয়েছে। নগদ টাকার সংকটে পড়েছে বেসরকারি খাতের অন্তত ১৫টি ব্যাংক। এদিকে, এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর আয় বেড়েছে ৩ হাজার ৭২০ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ১০ কোটি টাকাই এসেছে গ্রাহকদের আমানতের সুদ কমিয়ে। মূলত আমানতের সুদহার সর্বনিম্নে নামিয়ে এনেই গত বছর মুনাফা প্রবৃদ্ধি করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ব্যাংকিং খাতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ। ২০১৫ সালে ৮ লাখ ৩ হাজার ২০০ কোটি টাকার আমানত থাকলেও গত বছর তা বেড়ে দাঁড়ায় ৯ লাখ ৬ হাজার ১৯০ কোটি টাকায়। এক বছরে ব্যাংক আমানত ১ লাখ কোটি টাকার বেশি বাড়লেও এ বাবদ সুদ ব্যয় বাড়েনি ব্যাংকগুলোর। উল্টো ৩ হাজার কোটি টাকার বেশি কমেছে।
×