ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোর-১ আসনে আগামী নির্বাচনে এমপি মনোনয়ন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির আশংকা

প্রকাশিত: ২২:১৩, ১২ আগস্ট ২০১৭

নাটোর-১ আসনে আগামী নির্বাচনে এমপি মনোনয়ন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির আশংকা

সংবাদদাতা.লালপুর ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগাম প্রচারে নেমেছেন আওয়ামীলীগ ও বিএনপি সহ অনান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনীয় মাঠে দৌড় ঝাপ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের নিকট যোগাযোগ করছেন দলীয় মনোনয়নের আশায়। জাতীয় পাটি ও ওয়াকার্স পাটি থেকে মনোনয়ন প্রত্যাশীরা কৌশলে নির্বাচনীয় মাঠে সভা ও সমাবেশ সহ গনসংযোগ শুরু করেছেন । চায়ের দোকান, সেলুন, খাবার হোটেল ও রাজনৈতিক কার্যালয় সহ বিভিন্ন জায়গায় চলছে জল্পনা-কল্পনা । আগামী সংসদ নির্বাচনে জাতীয় পাটি ও ওয়াকার্স পাটি আওয়ামীলীগের গলার কাঁটা হয়ে বেঁধে আছে । অন্য দিকে জামায়াত ইসলামী বিষ ফোঁড়া হয়ে আছে বিএনপির । জোট গত নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন নিয়ে আওয়ামীলীগ এবং বিএনপির দুই দলের মধ্যে আশংকা দেখা দিয়েছে । মহা জোট থেকে জাতীয় পাটি ও উপর জট থেকে জামায়াত ইসলামীকে এমপি মনোনয়ন দেওয়ার আংশকা রয়েছে। আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবেন বলে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন , নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ,শহীদ মমতাজ উদ্দীনের ছোট ভাই ও বর্তমান স্থানীয় সংসদ সদস্য এ্যাড, আবুল কালাম আজাদ, শহীদ মমতাজ উদ্দীনের সহধর্মীনি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক প্রচার সম্পাদক এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আরিফুল ইসলাম উজ্বল, নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদ উর রহমান (চাঁদ), আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামিম আহাম্মেদ সাগর, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সিলভিয়া পারভীন লেনি, বাংলাদেশ সাংস্কৃতিকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লে: কর্নেল (অব:) মো: রমজান আলী সরকার, নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন। আপর দিকে বি,এন,পি থেকে মনোনয়ন চাইবেন বলে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন , সাবেক প্রতি মন্ত্রী মরহুম ফজলুর রহমানের সহধর্মীনি কামরুন নাহার শিরিন, তার পুত্র ঢাকা মেডিক্যাল কলেজ এর সাবেক ভি,পি ডাঃ ইয়াছির আরশাদ রাজন, প্রতি মন্ত্রীর কণ্যা ব্যারেষ্টার ফারজানা রহমান পুতুল, বি,এন,পির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নাটোর জেলা বি,এন,পির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল । এছাড়া জাতীয় পাটি থেকে সাবেক সংসদ সদস্য এম,এ, তালহা, নাটোর জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম খাঁন ডাবলু , লালপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, ,ওয়াকার্স পাটি থেকে উত্তরবঙ্গ আখ চাষী সমিতি সভাপতি অধ্যক্ষ হিব্রাহিম খলিল। আপর দিকে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক তাসনিম আলমের নাম শুনা যাচ্ছে। মতামত,লালপুর-বাগাতিপাড়া উপজেলার দুই দুলের ত্যাগী নেতা-কর্মীরা সহ ভোটাররা জানান, ভোটের সময় এলাকায় দেখা যায়, আর ভোট শেষে এলাকায় দেখা যায়না । এমনকি সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখেনা । এধরণের বসন্তের কোকীল আমাদের প্রয়োজন নেই । আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সব দলের স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা।
×