ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০২:২৮, ২৭ জুলাই ২০১৭

সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা অডিটরিয়ম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং বাউফল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্বে পুষ্পাস্তবক অর্পণ করে। পরে মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপিত ও মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, যুব লীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলকাস মোল্লা প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানূর ব্যাপারী ও সাধার সম্পাদক এ্যাডভোকেট উজ্জল বোস। নওগাঁয়: নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা, আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। পরে জাতির জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত সাধারন সম্পাদক মোঃ আব্দুল জলিলের প্রতিকৃতিতে মাল্য অর্পন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, জেলা শ্রমিকলীগের সভাপতি জহুরুল সিদ্দিকী মিলন, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জামেদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ওমর ফারুখ সুমন বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলালীগ এবং স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবকীলীগের খন্ড খন্ড শোভাযাত্রা সেখানে এসে জড়ো হয়। জামালপুর: নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর শহর স্বেচ্ছাসেবকলীগ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বকুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১২টার দিকে শহরের গেইটপাড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষিবিদ মোখলেছুর রহমান। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষিবিদ মোখলেছুর রহমান প্রমুখ। গাইবান্ধা: নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও আলোচনা সভা। র‌্যালীর উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানবাধিকার অধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মানিক ঘোষ। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য কামরুল হাসান ফাহিয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাইফুল ইসলাম সাকা, পিয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, খায়রুল ইসলাম, আব্দুল লতিফ, সেচ্ছাসেবক লীগ জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, তাহমিদুর রহমান সিজু, আব্দুস সামাদ রোকন প্রমুখ। সভায় কোন হাইবিড সদস্যকে দলে না নেয়ার আহবান করেন। সেইসাথে বক্তারা বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই একযোগে কাজ করবে। লক্ষ্মীপুর: নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার রাতে শহরের মহিলা কলেজ সংলগ্ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও রাত ১২ টা এক মিনিটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন বেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মতলবসহ, স্বেচ্ছাসেবকলীগের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় একে অন্যকে কেক খাওয়ায়ে আনন্দভোগ করেন নেতারা একই সঙ্গে আকাশে রংবেরং এর আতশবাজি ফুটানো হয়। জেলা ব্যাপী দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালী এবং আলোচনা সভা।
×