ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ০০:০২, ২৭ জুন ২০১৭

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

অনলাইন রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে নগরবাসী ভিড় জমাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এরই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর শাহবাগ শিশু পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা, যমুনা ফিউচার পার্ক, শিশুমেলা, হাতিরঝিল, পুরান ঢাকার বলধা গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবন এলাকা, ক্রিসেন্ট লেক ও রবীন্দ্র সরোবরে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এবারের ঈদ আনন্দকে রোমাঞ্চকর ও প্রাণবন্ত করে তুলতে এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে ঢল নামে বিনোদন পিয়াসীদের। এছাড়া নগরীর অন্য বিনোদন কেন্দ্রেও ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সারা বছর কর্মব্যস্ততার কারণে যারা রাজধানীর বিনোদন কেন্দ্রে সপরিবারে বেড়াতে পারেন না, তাদের কাছে ঈদের এ কয়টা দিনই ভরসা। তাই প্রিয়জনদের নিয়ে যথাসম্ভব ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় জমিয়েছেন তারা। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল এসব বিনোদন স্পট। এছাড়া আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও পরিবার-পরিজন নিয়ে অনেকে ঈদ আনন্দ উপভোগ করেন। আবার অনেকে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান ফাঁকা ঢাকার রাজপথ। সবচেয়ে বেশি ভিড় ছিল শিশুদের বিনোদন কেন্দ্রগুলোয়। যমুনা ফিউচার পার্কের পাশাপাশি শাহবাগের শিশু পার্ক ও আগারগাঁও শিশুমেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই এসব বিনোদন কেন্দ্রে ছিল শিশুদের সমাগম। এদিকে তরুণদের বিনোদন কেন্দ্রের মধ্যে দিন দিন অন্যতম হয়ে উঠছে হাতিরঝিল। সময় পেলেই তরুণরা আড্ডা দিতে চলে আসেন এ জায়গাটিতে। ঈদ উপলক্ষেও এ এলাকায় প্রিয় বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে দেখা গেছে অসংখ্য তরুণকে।
×