ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ

প্রকাশিত: ০৩:১০, ২৩ জুন ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। মার্জিন এ্যাকাউন্ট হোল্ডার এবং যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংক তথ্য অসম্পূর্ণ তাদের লভ্যাংশ সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত ৬ মাসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ডিবিএইচ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ফ্লোর স্পেস কিনবে ব্যাংক এশিয়া পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১১ হাজার ৩৬৯ দশমিক ৬৯ বর্গফুটের ফ্লোর স্পেস ক্রয় করবে কোম্পানিটি। সূত্র জানায়, ১৪তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের লেভেল-১ ক্রয় করবে কোম্পানিটি। অফিস স্পেস এবং ১০টি কার পার্কিয়ের জায়গা রয়েছে এখানে। একই সঙ্গে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ১ দশমিক ৬০ কাঠা জমি ক্রয় করবে প্রতিষ্ঠানটি। আর এ জন্য কোম্পানিটির খরচ হবে ২০ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×