ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ২১:৪৩, ১৯ জুন ২০১৭

ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক ॥ প্রবল বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় পাহাড়ধসে সিলেটের সঙ্গে সারা দেশের ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে মাটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় কালনী ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। গতকাল রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় পাহাড়ধসের মাটি রেলপথের ওপর পড়ে। এতে সকাল সোয়া ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়রে কর্মীরা সকাল ৯টা থেকে মাটি সরানোর কাজ শুরু করে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রেললাইনের ওপর হতে মাটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। কালনি ট্রেন ভানুগাছ স্টেশন হতে সাড়ে ১১টায় ছেড়ে চলে যায়। ভানুগাছ স্টেশন মাস্টার শাহবুদ্দীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রেলকর্মীরা মাটি সরানোর কাজ করে সাড়ে ৪ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।
×