ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হেইলি সুকায়ামা

প্লেনের টিকেটের বদলে ফিঙ্গারপ্রিন্ট

প্রকাশিত: ০৪:১৩, ১৭ জুন ২০১৭

প্লেনের টিকেটের বদলে ফিঙ্গারপ্রিন্ট

সফরে যাচ্ছেন কোথাও? শীঘ্রই হয়ত এমন দিন আসছে যে প্লেনে ওঠার জন্য আপনাকে বোর্ডিং পাস দেখাতে হবে না। আপনার আঙ্গুল অথবা চেহারা দেখালেই চলবে। যুক্তরাষ্ট্রের ডেলটা নামে একটি কোম্পানি সম্প্রতি এক নতুন বায়োমেট্রিক আইডেন্টিটিফিকেশন পাইলট প্রোগ্রাম চালুর কথা ঘোষণা দিয়েছে যার বদৌলতে আপনি প্লেনের টিকেটের বদলে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারবেন। এর কয়েক ঘণ্টা আগে জেট ব্লু নামে আরেক মার্কিন কোম্পানি জানায় যে তারা এমন এক কর্মসূচী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে যেখানে মার্কিন কাস্টম ও বর্ডার প্রোটেকশন বিভাগের রক্ষিত ড্যাটাবেসের সঙ্গে গ্রাহকদের চেহারার ছবির মিল থাকবে। ডেলটা কোম্পানির কর্মসূচী ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে চালু হয়েছে ক্লিয়ার নামে আরেক কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারিত্বে চালু হয়েছে। এই কর্মসূচীর আওতায় গ্রাহকরা শনাক্তকরণ ছাড়াই সিকিউরিটি লাইনের সামনে চলে আসতে পারবে। ডেলটা কর্মসূচীর প্রথম পর্যায়ে এর এলিট স্তরের যাত্রীরা বোর্ডিং পাসের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে মেম্বার লাউঞ্জে প্রবেশ করতে পারবে। কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে ডেলটার বিমানে যারা ঘন ঘন যাতায়াত করেন তারা বোর্ডিং পাসের পরিবর্তে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে জেট ব্লু’র যে কর্মসূচী রয়েছে সেটি দুটি সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। একটি হলো যুক্তরাষ্ট্রের কাস্টম এ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং অন্যটি হলো এসআইটিএ নামে একটি টেক ফার্ম। এই কর্মসূচীর আওতায় আপাতত দুটি বিমানবন্দরে যাত্রীদের স্বাভাবিক বোর্ডিং লাইনে যাওয়ার সুযোগ থাকবে অথবা তারা অন্য লাইনেও যেতে পারবে সেখানে তাদের ছবি ক্যামেরায় ধরা পড়বে। এসআইটিএ এ ছবি সিবিপির কাছে পাঠিয়ে দেবে যাতে করে সংস্থার ড্যাটাবেসের পাসপোর্ট ও ভিসার ছবির সঙ্গে ঐ ছবি মিলিয়ে দেখা হয়। মিলিয়ে দেখার প্রক্রিয়াটা নিমেষের মধ্যে ঘটবে। তবে জেট ব্লু কিংবা ‘এসআইটিএ’ কারোরই ফটো ড্যাটাবেস দেখার সুযোগ থাকবে না এবং এয়ারলাইনও ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করতে পারবে না। ফেসিয়াল স্ক্যান যদি কাজ না করে তাহলে সংশ্লিষ্ট যাত্রীদের গতানুগতিক লাইনে পাঠিয়ে দেয়া হবে। সুতরাং কোন অবস্থায় নিজের আইডি ছাড়া ভ্রমণ করতে যাবেন না। সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×