ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাটের হার কমিয়ে পরিধি বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ০০:৩৯, ২৫ মে ২০১৭

ভ্যাটের হার কমিয়ে পরিধি বাড়ানোর আহ্বান

বিশেষ প্রতিনিধি॥ আসছে বাজেটে ভ্যাটের হার কমিয়ে এর আদায়ের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। আর শিক্ষার গুনগত মান বড়িয়ে এ খাতে থোক বরাদ্দ ও নারী উন্নয়নে টার্গেট ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের। আগামী বাজেটে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। আসছে বাজেটে ভ্যাটের হার, অন্তর্ভূক্তিমুলক প্রবৃদ্ধি, দারিদ্র্য বৈষম্য হ্রাস, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইস্যুতে বাজেট বিষয়ক গোলটেবিলের আয়োজন করে একটি জাতীয় দৈনিক। আলোচনার শুরুতেই বাজেট ২০১৭-১‌৮ বিচার্য বিষয়সমূহ নিয়ে একটি নিবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এম এ আকাশ। এ সময় ভ্যাটের হার ১০ শতাংশে নামিয়ে আদায়ের পরিধি বৃদ্ধি, মানভেদে করারোপ এবং রাজস্ব শৃঙ্খলা আইন করার আহ্বান জানান বক্তারা। তবে আসছে বাজেটে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, 'অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং নীতিনির্ধারক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে, সময়ও বেশি নাই। তবে এটি ঠিক যে, ১৫ শতাংশ নয়, কিছু কমানো হবে।' শিক্ষা খাতে গুণগত মান বৃদ্ধি করতে, বাজেটে শিক্ষক প্রশিক্ষণে থোক বরাদ্ধ ও নারী উন্নয়নে টার্গেট ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা, অর্থনীতির টেকসই উন্নয়নে শুধু মধ্যম আয় মান নির্ধারণ না করে, নাগরিকদের মধ্যবিত্তে পরিণত করার পাশাপাশি ধনীদের ওপর করারোপ এবং দরিদ্রের জন্য ব্যয় করার আহ্বান জানান।
×