ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

প্রকাশিত: ০৪:৪৭, ২০ মে ২০১৭

বিপিএল মাতাবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক ॥ নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। গুঞ্জন শোনা যাচ্ছিল, বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন বলিউড তারকা শাহরুখ খান ও আলিয়া ভাট। তবে এবার জানা গেল, অভিনেতা-অভিনেত্রী না রেখে সঙ্গীতশিল্পীদের দিকে ঝুঁকছে বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল মাতাবেন এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। একই মাঠে ৫ নভেম্বর গড়াবে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচ। শনিবার (২০ মে) এ সব তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে শেখ সোহেলের ভাষ্য, এবার সিনেমার অভিনেতা-অভিনেত্রী নয়; সঙ্গীতশিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইছি। আলোচনা এই পর্যন্ত আছে। আমাদের সবশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শাহরুখ খান কিংবা আলিয়া ভাটের বিষয়টি বিবেচনায় রাখিনি। কারণ তারা অল্প সময় দিয়ে অনেক বেশি টাকা নেয়। তারপর আবার তাদের শিডিউল পাওয়াও কঠিন হয়ে যায়। এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। এবার সম্পূর্ণ ভিন্ন রকমের উদ্বোধনী অনুষ্ঠান হবে জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য আরও বলেন, আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়েই বিপিএল উদ্বোধন করতে চাই। বিপিএলে জমকালো উদ্বোধন হলে তার প্রতি মানুষের বাড়তি আকর্ষণ থাকে। এ জন্য দেশি ও বিদেশি শিল্পীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করব। এবারের আসরে দেশি খ্যাতনামা সঙ্গীতশিল্পী এবং ভারতীয় কিছু শিল্পীদের নিয়ে আসতে চাই। এবার সম্পূর্ণ ভিন্ন রকমের অনুষ্ঠান উপহার দেব। এ ছাড়া বিপিএলের পঞ্চম আসরে দল বেড়ে হয়েছে আটটি। এক আসর পর নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট।
×