ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনদফা দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

প্রকাশিত: ০৩:২২, ৩০ এপ্রিল ২০১৭

হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনদফা দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অফিসে বাসদ (খালেকুজ্জামান) এর নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে জানিয়ে তিনদফা দাবি জানায়। ‍দাবিগুলো হচ্ছে- অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কার্যালয়ে প্রশাসন কর্তৃক লাগানো তালা খুলে দিতে হবে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্ট অফিসে বহিরাগতদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার বিচার করতে হবে, বহিরাগতদের সাথে নিয়ে হামলাকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শাস্তি দিতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভা মজুমদার, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী প্রমুখ। লিখিত বক্তব্যে নাঈমা খালেদ মনিকা বলেন, এটি কেবল আমাদের ছাত্র সংগঠনের কর্মীদের উপর আঘাত নয়, এটি বামধারার ছাত্র রাজনীতির ওপর আঘাত। আমরাই আক্রান্ত হলাম, আঘাতপ্রাপ্ত হলাম, আবার আমাদেরকেই পুলিশ দিয়ে পিটিয়ে অফিস থেকে বের করে দেয়া হল। তিনজন নেতাকর্মীকে প্রশাসনের হাতে তুলে দেয়ার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হলোনা। সমস্ত কিছু আমারা প্রশাসনকে অবহিত করেছি কিন্তু প্রশাসনের ভূমিকা আমাদের অবাক করেছে। তাই অনতিবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য গত ২৮ তারিখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ছাত্রফ্রন্টের কার্যালয়ে বাসদ (খালেকুজ্জামান) এর নেতাকর্মীরা হামলা করে। এদিকে, রবিবার রসায়ন পরীক্ষা শেষে নেত্রকোণা সরকারি কলেজের পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক ওমর ফারুককে কতিপয় বহিরাগত সন্ত্রাসী আক্রমণ করার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে ৪৮ ঘন্টার মধ্যে এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। মামলায় সন্ত্রাসীকে গ্রেফতার করা হলেও দ্রুত তারা জামিন নিয়ে বেরিয়ে আসে। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কখনই ঘটতনা। তাই এ ঘটনাসহ সকল ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার না হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
×