ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্ধার হওয়া সুমাইয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০০:৫৭, ২৯ এপ্রিল ২০১৭

উদ্ধার হওয়া সুমাইয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ অপহরণের ২৪ দিন পর উদ্ধার হওয়া সুমাইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সুমাইয়া গতকাল থেকে বমি করছিল। এজন্য তার মা আজ (শনিবার) তাকে হাসপাতালে ভর্তি করেন। এখানে শিশু সুমাইয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কামরাঙ্গির চর থানার অফিসার ইনচার্য (ওসি) শাহিন ফকির জানান, শুক্রবার আদালতের নির্দেশক্রমে সুমাইয়াকে কোন শারীরিক নির্যাতন হয়েছে কিনা তা পরীক্ষার জন্য শনিবার সুমাইয়াকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গত ৩ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম থেকে অপহৃত হয় শিশু সুমাইয়া। তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি, পরে অপহরণের মামলা করেন। অপহরণের ২৪ দিন পর গত বুধবার দিবাগত রাত ২টার দিকে জুরাইনের একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী ও তার বাবা সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে বৃষ্টির আরও তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরের দিন বৃহস্পতিবার অপহরনকারী মেয়ে বৃষ্টি ও তার বাবা সিরাজুলকে আদালতে নেয়া হলে তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
×