ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অফিসে বসে মুখে পান, পরণে জিন্‌স, জরিমানা সরকারি কর্মীর

প্রকাশিত: ০০:০০, ২২ এপ্রিল ২০১৭

অফিসে বসে মুখে পান, পরণে জিন্‌স, জরিমানা সরকারি কর্মীর

অনলাইন ডেস্ক ॥ সরকারি নিষেধাজ্ঞা ছিলই। তা পরোয়া না করেই জিন্‌স পরে অফিসে হাজির হয়েছিলেন। এখানেই শেষ নয়, অফিসে বসে রসিয়ে কাজ করছিলেন পান চিবোতে চিবোতে। কিন্তু অফিসে জেলাশাসকের আচমকা সফরে ধরা পড়ে কড়কড়ে ৫০০ টাকা জরিমানা গুণতে হল এক সরকারি কর্মীকে। উত্তরপ্রদেশের বরেলি জেলার ঘটনা। এখানকার জেলাশাসক সুরেন্দ্র সিংহ অফিসে থাকাকালীন সরকারি কর্মীদের জিন্‌স না পরার নির্দেশিকা জারি করেছিলেন। এমনকী, পান-গুটখা খাওয়াও বন্ধ করতে বলা হয়েছিল। সরকারি কর্মীদের পোশাক ও আচার-আচরণ নিয়ে এমনই একটি নির্দেশিকা জারি হয়েছিল। সরকারি কর্মীদের কাজে ফাঁকি দেওয়া রুখতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল সরকারের তরফে। গত বুধবার কাউকে কিছু না জানিয়েই অফিসে টহল দিতে শুরু করেন জেলাশাসক। ওই সময় তাঁর চোখে পড়ে বিশেষ জমি অধিগ্রহণ দফতরের করণিক আনোয়ার হুসেন কুরেশি অফিসে বসে দিব্যি পান চিবোচ্ছেন। এবং তাঁর পরণে জিন্‌স। সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। এরই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ওই কর্মীকে ৫০০ টাকা জরিমানাও করা হয়। জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকার নির্দেশিকা জারি করার পর সমস্ত কর্মীর জন্য ১৫ দিন আগে পোশাকবিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কর্মীদের কোনওরকম শৃঙ্খলাভঙ্গই যে বরদাস্ত করা হবে না, সেই বার্তা দিতেই ওই কর্মীর জরিমানা করা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×