ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে কলেজ ছাত্রী মিমি হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০১:৩৭, ৩০ মার্চ ২০১৭

জামালপুরে কলেজ ছাত্রী মিমি হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের ছাত্রী মমতাজ বেগম মিমি হত্যা মামলার রায়ে আদালত একমাত্র আসামি মাহমুদুল হাসানকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার দায়ে দন্ডিত করেছেন। জামালপুরের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান বৃহস্পতিবার দুপুরের পর আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দন্ডপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসানকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা গেছে, মমতাজ বেগম মিমির (২২) বাড়ি ময়মনসিংহ শহরের চরপাড়ার নয়পাড়া এলাকায়। তার বাবার নাম এস এম এ মান্নান। মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসানের (২৩) বাড়ি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার বলাশপুর রোডে। তার বাবার নাম ড. আব্দুল বাকী। তারা দু’জন জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের চতুর্থ সেমিস্টারে পড়তেন। মাহমুদল হাসান তার সহপাঠী মমতাজ বেগম মিমির কাছে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ভোরে কলেজের ছাত্রীনিবাসের বাথরুমের পেছনের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে আগে থেকেই উৎপেতে থাকে। ভোর পাঁচটার দিকে মিমি প্রকৃতির ডাকে সাড়া দিতে কলেজের ছাত্রী নিবাসের ১০৩ নম্বর কক্ষ থেকে বের হয়ে বারান্দায় যাওয়া মাত্রই মাহমুদুল হাসান অতর্কিতে মিমিকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এতে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় তার ডাক চিৎকারে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা তাকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিনই তাকে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×