ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অপারেশন টোয়ালাইট’ সমাপ্ত

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ মার্চ ২০১৭

‘অপারেশন টোয়ালাইট’ সমাপ্ত

জনকণ্ঠ রিপোর্ট ॥ সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট: অপারেশন টোয়ালাইট এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত আটটায় সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এই অভিযানের অানুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিগেডিয়ার ফখরুল আহসান। সেনাবাহিনী সোমবারই জঙ্গিদের দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উল্লেখ করে ফখরুল আহসান বলেন, সোমবারের মধ্যেই জঙ্গিদের নিষ্ক্রিয় করতে সমর্থ হয় ‘অপারেশন টোয়ালাইট’ এ অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা। তবে আতিয়া মহল জুড়ে জঙ্গিরা বিস্ফোরক পেতে রাখায় পুরো ভবনটিই ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সোমবার অভিযানের পর থেকে মঙ্গলবার সারাদিন ভবনটিতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও বোমাগুলো নিষ্ক্রিয় করে। ভবনটিকে ঝুঁকিমুক্ত করে মঙ্গলবার বিকেলে তা পুলিশের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে শিববাড়ি পাঠানপাড়ার ওই ভবন ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় সোয়াট এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। শনিবার সকালে শুরু হয় চূড়ান্ত অভিযান। গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেনা অভিযান শুরুর পর ব্যাপক গোলাগুলির মধ্যে শনিবারই ওই ভবন থেকে ৭৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘিরে শনিবার সকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন টোয়ালাইট’র মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই শেষ হয় অভিযানের মূল পর্ব। নিষ্ক্রিয় করা হয় ভবনে অবস্থান নেয়া জঙ্গিদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরকগুলো। এখন থেকে পুলিশ ভবনটিতে আর কিছু আছে কিনা ক্ষতিয়ে দেখবে। ভবনটি থেকে এখন পর্যন্ত এক নারীসহ চার জঙ্গির খবর পাওয়া যায়। কমান্ডোর তরফে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যায় আতিয়া মহল থেকে ২০০ গজ দূরে সংঘটিত বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। এছাড়া আহত হন র্যা বের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ৪৪ জন।
×