ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন ॥ ঠাকুরগাঁওয়ে বিএনপি’র ভরাডুরি

প্রকাশিত: ০০:৪৬, ৮ মে ২০১৬

ইউপি নির্বাচন ॥  ঠাকুরগাঁওয়ে বিএনপি’র ভরাডুরি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে শনিবার ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ২০টি ইউপি’র মধ্যে ১৬টিতে আওয়ামীলীগ, ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নুরুল ইসলাম, চিলারং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আইয়ূব আলী, জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী, রাজাগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোশারুল ইসলাম সরকার, আকচা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সুব্রত কুমার বর্মন, ঢোলারহাট ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সীমান্ত কুমার বর্মন, রুহিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মমিনুল হক বাবু, আখানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ট্যাবলেট, মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সোহাগ, রহিমানপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল হান্নান হান্নু, বড়গাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী প্রভাত কুমার সিং। বালিয়াডাঙ্গী উপজেলা ৮টিতে ইউনিয়নের মধ্যে ৭টিতেই আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন:- চাড়োল ইউনিয়নে দিলীপ কুমার চ্যাটার্জী (আওয়ামী লীগ), ধনতলা ইউনিয়নে সমর কুমার চ্যাটার্জী (আওয়ামী লীগ) নৌকা, বড় পলাশবাড়ী ইউনিয়নে আমিনুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা দুওসুও ইউনিয়নের আব্দুস সালাম (আওয়ামী লীগ) নৌকা, ভানোর ইউনিয়নে আব্দুল ওয়াহব সরকার (আওয়ামী লীগ), আমজানখোর ইউনিয়নে আকালু (আওয়ামী লীগ), বড়বাড়ী ইউনিয়নে আকরাম আলী (আওয়ামী লীগ) ও পাড়িয়া ইউপিতে আহসানুল হক বুলবুল ।
×