ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাশিয়ার বিমান দুর্ঘটনায় বাংলাদেশের গভীর সমবেদনা

প্রকাশিত: ০১:৪০, ২০ মার্চ ২০১৬

রাশিয়ার বিমান দুর্ঘটনায় বাংলাদেশের গভীর সমবেদনা

কূটনৈতিক রিপোর্টার ॥ রাশিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৪৪ জন রাশিয়ান নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই ভি লাভরোবের নিকট এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠানো বার্তায় আবুল হাসান মাহমুদ আলী বলেন, রাশিয়ায় ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় রাশিয়ার ৪৪ জন নাগরিক নিহত হওয়ার ঘটনা জানতে পেরে আমরা গভীর শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে রাশিয়া সরকারের নিকট আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে এই দুর্ঘটনায় যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের প্রতি রয়েছে আমাদের বিশেষ সমবেদনা। বিমান দুর্ঘটনায় নিহতের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি। সূত্র জানায়, শনিবার রাশিয়াএকটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৬১ জন নিহত হন। বিমানটি অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইদুবাই এয়ালাইনের বিমানটির ৫৫ জন যাত্রী ও ৬ জন ক্রুর সবাই নিহত হয়।
×