ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণসঙ্গীত গেয়ে প্রতিবাদ

প্রকাশিত: ০১:৪২, ১৬ ডিসেম্বর ২০১৫

গণসঙ্গীত গেয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রতিপক্ষের হামলার প্রতিবাদে গুরুতর আহত কারু শিল্পী ধনঞ্জয় রায় ওরফে ডাকো সাধুর (৭০) বিপদে এগিয়ে এসেছেন সঙ্গীত শিল্পীরা। গণসঙ্গীত গেয়ে জানালেন নিন্দনীয় সেই হামলার প্রতিবাদ। সেইসঙ্গে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। সোমবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে ব্যতিক্রমী ওই প্রতিবাদ আয়োজন করা হয়। পথচারীরা চলার পথে সেখানে খানিকটা থমকে দাঁড়িয়ে অনুধাবন করেন সঙ্গীতে প্রতিবাদের ভাষা। এমন ব্যতিক্রমী আয়োজনটি করেন নীলফামারীর খ্যাতিসম্পন্ন ফারুক ভুইয়ার গণসঙ্গীত দল। ওই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পূর্ব খলিশাপচা গ্রামের কারু শিল্পী ধনঞ্জয় রায়ের পরিবারের সদস্যরা। সেখানে গুরুতর কারু শিল্পী ধনঞ্জয় রায় ওরফে ডাকো সাধুকে একটি ভ্যানে শুয়ে রেখে উপস্থিত রাখা হয়। গত ৭ নবেম্বর জমিজমা বিরোধে ওই জমির ভুয়া মালিকানা দাবি করে প্রতিবেশী ডালিম, মতিন দলবল নিয়ে হামলা চালায়।
×