ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৪৫, ৩০ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. নিজের তৈরি কারাগারে ভুগে মরবে কে? ক) নারী খ) পুরুষ গ) দাস ঘ) ভগ্নী ২. রাজকুমার যে প্রাসাদে বাস করত তার নাম কী? ক) ওয়েস্ট মিনিস্টার প্যালেস খ) হোয়াইট হাউস গ) বাকিংহাম প্যালেস ঘ) গভর্নমেন্ট হাউস ৩. ‘মতলব বার করেছি।’-উক্তিটি কার? ক) মিনুর খ) সিধুর গ) নিধুর ঘ) বিধুর ৪. ‘দুই বিঘা’ কোন ধরনের কবিতা? ক) কাহিনী-কবিতা খ) গীতিকবিতা গ) চতুর্দশপদী কবিতা ঘ) স্বদেশপ্রেমের কবিতা ৫. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার মাটি কার পানে চায়? ক) আকাশের খ) পাহাড়ের গ) নক্ষত্রের ঘ) অরণ্যের ৬. বৃক্ষের বুকে বহ্নিজ্বালা- র. বৃক্ষনিধনের কারণে রর. বন উজাড় হয়ে যাওয়ার কারণে ররর. খরার প্রচ- দাবদাহের কারণে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৭. ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল? ক) ওকালতি করুক খ) ব্যবসা করুক গ) পর্যটক হউক ঘ) নাবিক হউক ৮. কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন র. চারিদিকে সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টির জন্য রর. ফুলে ও ফসলে পৃথিবী ভরে তোলার জন্য ররর. মানুষের বিপন্ন অস্তিত্ব রক্ষার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৯. কিসে সবসময় সংকল্প টলে? ক) সংশয়ে খ) ভয়ে গ) লাজে ঘ) ভীতিতে ১০. কারও ব্যথায় কিবর কান্না পায় তখন তিনি কী করেন? ক) চোখ শুষ্ক রাখেন খ) আড়ালে আড়ালে থাকেন গ) উপেক্ষার ছলে চলেন ঘ) নীরবে আপনা ঢাকেন ১১. ‘মার্শাল-ল’ বলতে কী বোঝানো হয়? ক) সামরিক আইন খ) গণতান্ত্রিক আইন গ) একনায়কতন্ত্র ঘ) বিদেশিদের শাসন ১২. আলী মোহরের অস্তিত্ব প্রমাণ করতে পারল না, কারণ- র. সত্যিকারে কোনো মোহর ছিল না রর. মোহর রাখার কোনো সাক্ষী ছিল না ররর. মোহর সরিয়ে ফেলা হয়েছিল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৩. টমের কীভাবে ঘুমানের অভ্যাস? ক) হাত মাথার উপর রেখে খ) পায়ের উপর পা রেখে গ) ডানদিকে কাত হয়ে ঘ) বাঁদিকে কাত হয়ে ১৪. শেষ পর্যায়ে কানাই মাঝিকে কী সম্বোধন করে নৌকায় তুলতে অনুরোধ করেছে? ক) লক্ষ্মী খ) ভাইয়া গ) সোনাভাই ঘ) দাদাভাই ১৫. সে যুগ হয়েছে বাসি। এখানে বাসি বলতে কী বোঝানো হয়েছে? ক) গত হওয়া খ) ফিরে আশা গ) পচে যাওয়া ঘ) নষ্ট হওয়া ১৬. বাংলাদেশের গ্রামে গ্রামে কোন শিল্পটি তৈরির রেওয়াজ ছিল? ক) মসলিন কাপড় খ) নকশিকাঁথা গ) পিতলের কলসি ঘ) জামদানি শাড়ি ১৭. কোনটি সর্ব দৈবশক্তির লীলানিকেতন? ক) হিমালয় খ) মহালয় গ) সেবালয় ঘ) দেবালয় ১৮. কখন থেকে নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালিত হয়? ক) স্বাধীনতার পর খ) ভাষা আন্দোলনের পর গ) উৎসব উপলক্ষে ঘ) ভাষাপ্রীতির কারণে ১৯. লালন শাহ্ কার শিষ্য ছিলেন? ক) ফকির সাঁইয়ের খ) সিরাজ সাঁইয়ের গ) সাধক সাঁইয়ের ঘ) মরমি সাঁইয়ের ২০. ৫ পাউন্ডের জিনিস রবিনসন কত পাউন্ডে বিক্রি করল? ক) ১৫ খ) ২০ গ) ২৫ ঘ) ৩০ ২১. ‘রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে’ এই চরণটি ‘প্রার্থী’ কবিতায় ব্যবহৃত হয়েছে- ক) একবার খ) দুই বার গ) তিন বার ঘ) চার বার ২২. সৌন্দর্যপ্রিয় মানুষ শিকাগুলোতে নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি- র. গৃহস্থালি বস্তুতে পরিণত করেছে রর. শিল্পবস্তুতে পরিণত করেছে ররর. শৈল্পিক পণ্যে পরিণত করেছে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৩. আলো নিয়ে কে এসে গেট বন্ধ করে দিতে চাইল? ক) বামুনঠাকুর খ) চাকর গ) মালী ঘ) মালিনী ২৪. অদ্ভুত লোকগুলোর হ্যাটের রং কী ছিল? ক) বেগুনি খ) নীল গ) কালো ঘ) লাল ২৫. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে? ক) জড়তা খ) দীনতা গ) কুঁড়ে ঘর ঘ) এক টুকরো কাপড় ২৬. বাংলাদেশকে কবি কিসের সাথে তুলনা করেছেন? ক) সোনা খ) রূপা গ) তামা ঘ) হীরা ২৭. রাজকুমার টমের বাবার কাছে নিজেকে কী বলে পরিচয় দিল? ক) প্রিন্স অব ওয়াশিংটন খ) প্রিন্স অব ব্রালস গ) প্রিন্স অব ওয়েলেস ঘ) প্রিন্স অব ওয়েলিংটন ২৮. ‘প্রশমিতে’ শব্দের অর্থ কোনটি? ক) প্রশান্ত করতে খ) নিশ্চল করতে গ) নিবারণ করতে ঘ) প্রহার করতে ২৯. ‘একুশের গান’ কবিতায় ব্যবহৃত কয়েকটি উপমা হচ্ছে- র. নাগিনীরা রর. খুন-রাঙা ররর. না, না, না, না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩০. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর- ক) বন্ধু খ) বন্ধুপুত্র গ) পুত্র ঘ) পুত্রের বন্ধু ৩১. ধানের খড়ের স্তূপকে কি বলা হয়? ক) বিচুলিগাদা খ) বিচুলিগাদা গ) খড়গম্বুজ ঘ) খড়কুটো ১. (খ) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ক) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (খ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (খ)
×