ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ব্রাজিল ফিরছেন রোনাল্ডিনহো

প্রকাশিত: ২৩:২১, ২৬ আগস্ট ২০২০

অবশেষে ব্রাজিল ফিরছেন রোনাল্ডিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সাবেক তারকা ফুটবলার রোনাল্ডিনহো। ব্রাজিলের সাবেক এই এ্যাটাকিং মিডফিল্ডার দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর নিজ দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। শর্তপূরণ এবং ক্ষতিপূরণ দিয়ে মুক্তি মিলেছে ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকার। জাল কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের অপরাধে ৩২ দিন কারাবাস ও পরে প্রায় সাড়ে চার মাস গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছিল ৪০ বছর বয়সী রোনাল্ডিনহোকে। গত ৬ মার্চ একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেয়ার জন্য প্যারাগুয়ে গিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার ও তার ভাই রবার্তো এ্যাসিস। কিন্তু প্যারাগুয়ের বিমানবন্দরে দেখা যায় তাদের সঙ্গে থাকা পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র নকল। যে কারণে সঙ্গে সঙ্গে কারাগারে নিয়ে যাওয়া হয় ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা ও তার ভাইকে। এরপর আদালতের রায়ে ছয় মাসের শাস্তি হয় রোনাল্ডিনহো ও রবার্তোর। শুরুর দিকের ৩২ দিন কারাগারে ছিলেন রোনি। সেখানেই গত ২১ মার্চ কেটেছে তার ৪০তম জন্মদিন। এরপর ৮ এপ্রিল প্রায় ১৩ লাখ পাউন্ডের বিনিময়ে কারামুক্ত হন দুই ভাই। কিন্তু কারাগার থেকে বের হলেও তখন দেশে ফেরার অনুমতি ছিল না। যে কারণে তারা বন্দী ছিলেন প্যারাগুয়ের একটি বিলাসবহুল হোটেলে। হোটেলে বন্দী অবস্থায় কাটানোর পর অবশেষে ব্রাজিলে যাওয়ার অনুমতি পেয়েছেন রোনাল্ডিনহো। এ জন্য এবারও তাদের গুনতে হয়েছে প্রায় দেড় লাখ পাউন্ড বা দেড় কোটি টাকার বেশি অর্থ।
×