ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স সমাপনী ও সার্টিফিকেট প্রদান

প্রকাশিত: ০৮:০৭, ৯ মার্চ ২০২০

হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স সমাপনী ও সার্টিফিকেট প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্বাবধানে এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গত ২ মার্চ থেকে শুরু হওয়া হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স-এর সমাপনী সোমবার সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে ২২ প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্সের সার্টিফিকেট প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু এবং কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান ও সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন। কোর্সের সমন্বয়কারী হিসেবে ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সেলিম মিয়া বাবু। বাংলাদেশ হ্যান্ডবল জাতীয় দলের প্রশিক্ষক নাসির উল্লাহ লাভলু এবং কামরুল ইসলাম কিরণ কোর্সটি পরিচালনা করেন।
×