ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৫:১৯, ২১ নভেম্বর ২০১৭

ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউএসএইডের সঙ্গে ১ বছরের চুক্তি স্বাক্ষর করেন তিনি। ইউএসএইডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান ইয়ানিনা জারুজেলস্কি। চুক্তির অংশ হিসেবে সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচীর প্রচারণা কাজে অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক। সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদুল্লাহ। একই সমাজের সার্বিক কর্মকান্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে অবধারিতভাবেই প্রধান কোচ হাতুরাসিংহকে নিয়ে প্রশ্নের জবাব দিতে হয় তাকে, ‘এ মুহূর্তে তাকে নিয়ে কমেন্ট করা কঠিন। অনেক আগে হয়ে যায়। অবশ্যই তাকে মিস করব। আমার উন্নতির পেছনে তার বড় একটা অবদান ছিল। অবশ্যই তাকে মিস করব।’ দলের সিনিয়রদের সঙ্গে কোচের ঝামেলার গুঞ্জন উড়িয়ে দেন তিনি, ‘এ বিষয়টা আমি মানতে পাড়ি না যে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। আমার মনে হয় জিনিসটা ঠিক না। তার সঙ্গে আমাদের সবার সম্পর্ক সব সময় ভাল ছিল।’
×