ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ বাস্কেটবলে গ্রেগারিয়াস চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:১৪, ২৯ জানুয়ারি ২০১৭

ফেডারেশন কাপ বাস্কেটবলে গ্রেগারিয়াস চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ধানম-ি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ‘ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে দি গ্রেগারিয়াস ক্লাব ৭০-৬৬ পয়েন্টে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ক্লাবকে হারায়। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ৩৯-৩২ পয়েন্টে এগিয়েছিল। গ্রেগারিয়াসের মিঠুন ২৩ ও রাশেদ ১৭ এবং গ্ল্যাডিয়েটর্সের অভি ২৯ ও সোয়েব ১৪ পয়েন্ট স্কোর করেন। ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু ও সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব) বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেসির প্রথম কোচের মৃত্যু স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। তবে যার হাতে যাত্রা শুরু হয়েছিল তরুণ বয়সের সেই প্রথম প্রশিক্ষণ দেয়া কোচ আর্নেস্তো ভেচ্চুই আর নেই। শুক্রবার আর্জেন্টিনাতেই মারা গেছেন তিনি। এসময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। নিউওয়েলস ওল্ড বয়স ক্লাব এ বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় ৩০ বছর ক্লাবটিতে কাজ করেছেন আর্নেস্তো। এক টুইট বার্তায় ক্লাবটি জানায়, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল মেসির হাতেখড়ি হওয়া এবং তার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করা আর্নেস্তো ভেচ্চুই মারা গেছেন।’ ক্লাবের দায়িত্ব পালনের বাইরে তিনি সেবামূলক প্রতিষ্ঠান মেসি ফাউন্ডেশনে সময় কাটাতেন এবং বার্সিলোনার এই ফুটবল সুপার স্টারকে সমর্থন যোগাতেন। এমনকি গত বছর কোপা আমেরিকায় চিলির কাছে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়া মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে যখন অবসর গ্রহণের ঘোষণা দিয়েছিলেন তখনও মেসির পাশে থেকে তাকে জোরালো সমর্থন দিয়ে গেছেন আর্নেস্তো। বলেছিলেন, অবসর গ্রহণের অধিকার মেসির আছে।’ টাঙ্গাইল বড় বাশালিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে বড় বাশালিয়া উচ্চবিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, মগড়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, শারীরিক শিক্ষক আব্দুর রহমান। পরে বড় বাশালিয়া উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।
×