ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমতে পারে আজ 

প্রকাশিত: ১৫:০০, ২৭ মে ২০২৪

তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমতে পারে আজ 

আবহাওয়া অফিস

আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা  দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে সংস্থাটি বলছে, পরবর্তী দুই দিন পর সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত পাচঁ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আজ সোমবার (২৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণতঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী,  ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও সিলেটে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

তাসমিম

×