ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমির সর্বোত্তম ব্যবহার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৬:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২২

জমির সর্বোত্তম ব্যবহার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেশি ফসল উৎপাদনের স্বার্থে কোনো জমি যাতে অনাবাদী না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জমির সর্বোত্তম ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।এসময় গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সংযুক্ত হন প্রধানমন্ত্রী। 

বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন। যাতে করে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।

এদিকে, আজ একনেকে আট হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন পাঁচ হাজার ৯২৯ কোটি টাকা। বাকি দুই হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা বৈদেশিক ঋণ।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×