ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত: ২৩:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জনকণ্ঠ ডেস্ক ॥ অতি সংক্রামক ব্রিটিশ ধরন থেকে যুক্তরাষ্ট্রে করোনার আরেকটি নতুন ঢেউ শুরু হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। অন্যদিকে সারাবিশ্বে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৯৭১ জন। মারা গেছে ২৫ লাখ ১ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ৮০৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৮৫০ জন। যাদের মধ্যে ৯২ হাজার ২৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭১ হাজার ৩২৪ জন নতুন করে সংক্রমিত হয়েছে। একদিনে মারা গেছে ১০ হাজার ৩৩২ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের।
×