ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত

প্রকাশিত: ২১:৪৭, ২ নভেম্বর ২০২০

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের কাছের দুই শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনার উর্ধগতিতে ফের ব্রিটেনে লকডাউন জারি হয়েছে। ভারতে সুস্থতার হার বেড়েছে। এছাড়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্বজুড়ে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৬৭ লাখ ২১ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১২ লাখ ৩ হাজার ৮৭৪ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৯৮৮ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক কোটি ১৭ লাখ ৩২ হাজার ১৪৬ জন। যাদের মধ্যে ৮৪ হাজার ৪৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় চার লাখ ৭৫ হাজার ৩৮৪ জন সংক্রমিত হয়েছেন। নতুন করে আরও ছয় হাজার ৪৮৯ জন মারা গেছেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটারের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু করোনা আক্রান্ত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি এজন্য চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে অসুস্থ তা জানাননি। এর কয়েক ঘণ্টা পরেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, গত সোমবার অসুস্থবোধ করার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের নমুনা পরীক্ষা করা হয়। পরে সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রিটেনে ফের লকডাউন ॥ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় আবারও লকডাউন হলো ব্রিটেন। দেশটি এক মাস লকডাউনের পরিকল্পনা গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরপরই এ ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগে থেকেই ইউরোপের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ব্রিটেনের। গত কয়েক সপ্তাহে সেখানে আবারও বাড়তে শুরু করেছে ভাইরাসের সংক্রমণ। ভারতে আরও ৪৭০ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এক লাখ ২২ হাজার ১১১ কোভিড-১৯ রোগীর মৃত্যু হলো। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত দেশটিতে ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত ॥ অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী এ্যাডোয়ার্ডো পাজেলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। করোনার উপসর্গ নিয়ে পাজেলো কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হন। ২১ অক্টোবর তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার আবারও করোনা টেস্ট করার কথা রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যমন্ত্রীর অবস্থার উন্নতি হয়েছে। এখন আর তাকে অক্সিজেন নিতে হচ্ছে না। করোনা শনাক্ত হওয়ার একদিন পরেই প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে হোটেলে সাক্ষাত করেছিলেন পাজেলো।
×