ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:১১, ৩ মার্চ ২০২০

পিরোজপুরে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২ মার্চ ॥ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান খলিফা ওরফে সিদ্দিক মোহরী সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার পুত্র। তিনি পিরোজপুর জেলা আদালতের আইনজীবী সহকারীর কাজ করতেন এবং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহতের বেয়াই শহিদুল ইসলাম খলিফা জানান, সকালে জেলা জজকোর্টে তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে আসার পরেই পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে সিদ্দিকুর রহমান খলিফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সিদ্দিকুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সিদ্দিকুরকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সিদ্দিকুরের ছেলে রিপন খলিফাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ছেলের হাতে পিতা খুন নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, মানসিক প্রতিবন্ধী ছেলের আঘাতে রিক্সাচালক পিতা আলাল হোসেন নিহত (৫৭) হয়েছেন। এ ঘটনাটি রবিবার রাতে সদর উপজেলার চরসাধুপাড়া গ্রামে ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, মাদকাসক্ত রিক্সাচালক পিতা আলাল হোসেন রবিবার রাতের খাবার খেয়ে মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেনের সঙ্গে এক ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে পুত্র আলমগীর হোসেন কাঠের খ- দিয়ে পিতার মাথায় আঘাত করে ঘর তালাবদ্ধ করে বাইরে ঘুমিয়ে পড়ে। সকালে এ ঘটনা জানাজানি হলে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে পিতার মৃতদেহ উদ্ধারসহ ছেলে আলমগীর হোসেনকে আটক করে।
×