ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়কে দুই ছাত্র নিহত

প্রকাশিত: ১০:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলে সড়কে দুই ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ ফেব্রুয়ারি ॥ কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কলেজছাত্র ইমন মিয়া (১৭) উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে, একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮) ঢাকায় নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহত হলো- ঝাটিবাড়ী গ্রামের হাশেম প্রামাণিকের ছেলে আসিফ মিয়া (১৯)। হতাহতরা কালিহাতী শামছুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, হতাহতরা কলেজ থেকে ফেরার পথে মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমন মিয়া এবং শাওন মিয়া ঢাকায় নেয়ার পথে মারা যায়। আহত আসিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। বগুড়ায় শিক্ষক ও শিশু স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বৃহস্পতিবার বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এরা হলেন কলেজ শিক্ষক ইদ্রিস আলী (৫৫) ও জান্নাতুল (৫)। এতে তিনজন আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, দুপুরে গাবতলি উপজেলার তরনীহাট ডিগ্রী কলেজের প্রভাষক ইদ্রিস আলী তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন। পথে পেরীরহাট এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর কলেজ শিক্ষক ইদ্রিস আলী মারা যান। অপর দিকে সকাল ১০টায় বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার ঘুঘুমারী এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিভ্যান রাস্তা পারাপাররত এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ভালুকায় চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড বুধবার রাত ২টার দিকে মুরগি বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নেত্রকোনা থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি গাড়ি রাত ২টার দিকে বাসস্ট্যান্ডের ইউটার্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একই সঙ্গে মুরগিবাহী ওই গাড়িতে থাকা অপর একজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়ির চালক আমিরুল (৩০) এবং একই জেলার মনুরু উদ্দিনের ছেলে শামীম (৩৫)। গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এক গৃহবধূ নিহত ও মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় পরীক্ষায় অংশ নিতে পারেনি ওই পরীক্ষার্থী। নিহতের নাম সীমা বেগম খুকি (৪০)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মোঃ ইব্রাহিম মোল্লার স্ত্রী। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার খলাপাড়া দারুল উলুম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তাসমীম আক্তারকে (১৭) সঙ্গে নিয়ে তার মা সীমা বেগম বৃহস্পতিবার সকালে ইজিবাইকে চড়ে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম ইউ কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে কালভার্ট থেকে নামার সময় ইজিবাইকটির চাকা খুলে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশর্^বর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সীমা বেগম নিহত এবং তার মেয়ে আহত হন। এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে তাসমীমার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পর চালক ইজিবাইক রেখে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় মায়ের মৃত্যুর কারণে তাসমীমার আর পরীক্ষা দেয়া হয়নি। বাউফলে শিক্ষার্থী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, বাইক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আরিফের বাবার নাম সহিদুল ইসলাম ওরফে বীমা সহিদ। আরিফ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ২য় বর্ষের ছাত্র। জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২টার দিকে আরিফ তার হৃদয় নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকযোগে গ্রামের বাড়ি থেকে বাউফল শহরে আসার পথে জাফর মৃধার বাড়ির কাছে দুর্ঘটনায় শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল হৃদয় মাতুব্বর (২২) নামের এক যুবকের। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্য পাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার ইদ্রিস মাতুব্বরের ছেলে। জানা গেছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় মাতুব্বর নিয়ন্ত্রণ হারিয়ে মধ্য পাঁচখোলা এলাকায় রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে গাড়িতে আগুন নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, মানিকগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী প্রাইভেটকার আগুনে পুড়ে গেছে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হলেও বাকিরা সুস্থ আছেন। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়ার পরিমলের স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে গাজীপুর থেকে প্রাইভোটকার ভাড়া করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেটকারে আগুন ধরে যায়। এ সময় প্রাইভেট কারের যাত্রী মা, শিশু সন্তান ও চালক নেমে যায়। প্রাইভেটকার চালক মোফাজ্জল হোসেন (৩৬) আহত হন। অপরদিকে সংঘর্ষের পর ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় ট্রাকে থাকা চালক-হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। তাদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
×